নিজস্ব প্রতিবেদন - বিজয় হাজারে ট্রফির শেষ ম্যাচেও হারল বাংলা। গ্রুপের পাঁচটির মধ্যে তিনটিতেই হারল অনুষ্টুপ মজুমদারের দল। সোমবার হরিয়ানার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৪৫.১ ওভারে ১৭৭ রানেই গুটিয়ে যায় বাংলা। একমাত্র শুভঙ্কর বলের ৫৪ ও অনুষ্টুপ মজুমদারের ৩১ ছাড়া কোনো ব্যাটসম্যানই রান পাননি। শেষদিকে অর্নব নন্দী ৩০ রান না করলে ১৫০-এর নীচেই থেমে যেতে হত বাংলাকে। হরিয়ানার হয়ে সঞ্জয় আলি ৩টি, জয়ন্ত যাদব ২টি উইকেট নেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জবাবে মাত্র ৪৩.৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় হরিয়ানা। ওপেনিংয়েই ৭৭ রানের পার্টনারশিপ করেন চৈতন্য বিষ্ণোই ও শুভম রোহিল্লা। দুজনেই অর্ধ-শতরান করেন। মোট ৭ জনকে দিয়ে বল করান অনুষ্টুপ কিন্তু তাতেও দলের ৫ উইকেটে হার আটকাতে পারেননি। একমাত্র বাঁহাতি স্পিনার শাহবাজ আহমেদ ১০ ওভারে ৩৫ রান দিয়ে ৩টি উইকেট নেন।


আরও পড়ুন - IPL 2021: মোহালিকে IPL VENUE তালিকায় না রাখা নিয়ে বিসিসিআইকে চিঠি পাঞ্জাব কিংসের


সৈয়দ মুস্তাক আলিতেও ছিল হতশ্রী পারফরম্যান্স। এবার বিজয় হাজারেতেও মুখ থুবড়ে পড়ল বাংলা। এর প্রস্তুতি, এত প্রত্যাশার পরেও সর্বভারতীয় স্তরে ফের একবার ব্যর্থতার গ্লানি বাংলা শিবিরে। এই মরসুমে রঞ্জি ট্রফিও হবে না। হতাশা নিয়েই মরসুম শেষ করতে হল অরুণ লালের বাংলাকে।