ওয়েব ডেস্ক: তিনি এ দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। তিনি পরবর্তীকালে দেশের সাংসদও। তাঁকে নিয়ে মাত্র কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর বায়োপিক। এবার ফের নতুন এক পরীক্ষার সামনে মহম্মদ আজহারউদ্দিন। আজই কথা মতো তিনি হায়দরাবাদ ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন পত্র জমা দিয়ে এলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন দক্ষিণ আফ্রিকার টি২০ দলের নতুন অধিনায়ক কে হলেন জানেন?


প্রসঙ্গত, এই মুহূর্তে একেবারেই ফাঁকা রয়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের পদ। কারণ, লোধা কমিশনের সুপারিশ অনুযায়ী এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হায়দাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেছেন দেশের আরেক প্রাক্তন ক্রিকেটার আর্শাদ আয়ুব। সেইজন্যই এবার আর হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদের সূযোগ হাতছাড়া করতে চাইছেন না দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক।


আরও পড়ুন  দ্য বেস্ট পুরস্কার এই নিয়ে চারবার জিতলেন রোনাল্ডো