নিজস্ব প্রতিবেদন: রবিবার লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ক্যাম্প নূ'তে ২৬ মিনিটে ৬০০ করে ফেললেন লিওনেল মেসি। অবাক হচ্ছেন তো!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে নামার আগে ৫৯৯-এ দাঁড়িয়ে ছিলেন বার্সেলোনার আর্জেন্তিনিয় তারকা মেসি। ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের ব্যাঁকানো ফ্রি কিক ডিফেন্স ওয়ালের ওপর দিয়ে বাঁ দিকের ক্রসবার ও পোস্টের কোন ঘেঁসে অ্যাটলেটিকো গোলকিপার জন ওবালাকের হাত ছুঁয়ে জালে জড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে ৬০০ নট আউট মেসি।



৭৪৭ ম্যাচে ৬০০ গোল করে ফেললেন এলএমটেন। বার্সেলোনার হয়ে ৬২৪ ম্যাচে ৫৩৯ গোল, আর আর্জেন্টিনার জার্সিতে ১২৩ ম্যাচে ৬১ গোল করেছেন ফুটবলের যুবরাজ। ক্লাব ও দেশের জার্সিতে ৬০০ গোল করে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এই মুহূর্তে ৭ নম্বরে রয়েছেন মেসি। মেসির উপরেই রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৮০৫ গোল করে তালিকায় সবার ওপরে চেক প্রজাতন্ত্র্রের যোসেফ বাইকান। 


আরও পড়ুন- মেসিকে টপকে ট্রিপল সেঞ্চুরিতে রেকর্ড রোনাল্ডোর


এদিন মেসির গোলে লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারাল বার্সেলোনা। লা লিগায় পয়েন্ট টেবিলে দু'নম্বরে থাকা এটিএমের সঙ্গে ৮ পয়েন্টের ব্যবধান বাড়াল শীর্ষে থাকা বার্সা।    


খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়