ওয়েব ডেস্ক: একটার পর একটা ঢাল দাড় করিয়েও শেষ রক্ষা হল না। লোধা কমিটির প্রস্তাবকে গুরুত্ব দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস ঠাকুর বোর্ড সভাপতির পদ থেকে অপসারিত করেন অনুরাগ ঠাকুরকে। এরপরই ক্ষোভ উগড়ে দিলেন অনুরাগ ঠাকুর। অনুরাগ ঠাকুরের দাবি তাদের লক্ষ্য ছিল ভারতীয় ক্রিকেটের উন্নয়ন। কোহলিদের ধারাবাহিক সাফল্যই তার প্রমাণ।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন অনুরাগ ঠাকুরদের সরিয়ে দেওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বোর্ডের অন্দরমহলেই


অন্যদিকে, অনুরাগ ঠাকুর ,অজয় শিরকের অপসারন নিয়ে কোনও কথা না বললেও এক রাজ্য এক ভোট নিয়ে লোধার প্রস্তাবের বিরোধিতায় এখনও অটল শরদ পওয়ার।বোর্ড কর্তারা মুখে কুলুপ আটলেও অনুরাগদের অপসারনে বিস্মিত প্রাক্তন স্পিনার এরাপল্লী প্রসন্ন।


আরও পড়ুন  ভারতে আসার আগে অস্ট্রেলিয়া কীভাবে প্রস্তুতি নেবে জানেন?