জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: গত বছর ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন এশিয়ান গেমসে। এবার অলিম্পিকে মঞ্চে কলকাতার ছেলে অনুশ আগরওয়ালা। অশ্বারোহন বিভাগে সরাসরি অংশগ্রহণের সুযোগ পেলেন তিনি। যা দেশের মধ্যে প্রথম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  SAFF: ফাইনালের ১০ দিন পর টুর্নামেন্টের সেরা, ফুটবলার জানালেন নিজেই, বোঝো কাণ্ড!


আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। চলতি বছরেই প্য়ারিসে অনুষ্ঠিত হতে চলেছে অলিম্পিক। কবে? ২৬ জুলাই থেকে ১১ অগাস্ট পর্যন্ত। এই অলিম্পিকে রয়েছে কোটা সিস্টেম। কীরকম? দেশ সরাসরি কোনও ক্রীড়াবিদকে পাঠাতে পারে অলিম্পিক। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ক্রীড়াবিদকে যোগ্যতা অর্জন পর্বে অংশ নিতে হয় না। 



এর আগে, একাধিক আন্তজার্তিক প্রতিযোগিতা কোটা সিস্টেমে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন অনুশ। পারফরম্যান্সের ভিত্তিতে বেছে নেওয়া হয়েছিল তাঁকে। ব্যতিক্রম ঘটল না অলিম্পিকেও। তবে নাম পাঠানোর আগে অবশ্য তরুণ এই অশ্বারোহীর চূড়ান্ত ট্রায়াল নেবে ন্যাশনাল ফেডারেশন। বছর চব্বিশে অনুশ আগরওয়ালা বলেন, 'অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করা আমার স্বপ্ন। প্যারিস অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে খুবই গর্বিত ও কৃতজ্ঞ'। 


আরও পড়ুন:  Rohit Sharma: রোহিতের ইনস্টায় তিন তরুণের গল্প! চর্চায় অধিনায়কের অমায়িক আচরণ