নিজস্ব সংবাদদাতা: তিরিশ বছর পর বাংলার রঞ্জি জয়ের জন্য শেষ দিনে দরকার ৭২ রান, হাতে ৪ উইকেট। বাংলা শিবিরকে রঞ্জি জয়ের স্বপ্ন দেখাচ্ছেন ক্রাইসিস ম্যান অনুষ্টুপ মজুমদার আর অর্ণব নন্দী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চতুর্থ দিনের শেষে বাংলার স্কোর ৬ উইকেটে ৩৫৪ রান। ৫৮ রানে অপরাজিত আছেন অনুষ্টুপ। ২৮ রানে ব্যাট করছেন অর্ণব নন্দী। ক্রমশ খারাপ হয়ে যাওয়া রাজকোটের বাইশ গজে শেষ লড়াইয়ে অর্ণব আর অনুষ্টুপের দুরন্ত লড়াই শেষ দিনে ট্রফির স্বপ্ন দেখাচ্ছে বাংলাকে। ২৬৪ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর ফের একবার ত্রাতা হয়ে দাঁড়ালেন আগের দুই ম্যাচে শতরান করা অনুষ্টুপ।


আরও পড়ুন: সদ্য বিয়ে করেছেন! এবার তিন বছর জেল হতে পারে বাংলাদেশের তারকা ক্রিকেটারের


দিনের শেষ বেলাটা যদি হয় অনুষ্টুপ-অর্ণবের, তাহলে প্রথম পর্বটা ছিল সুদীপ আর ঋদ্ধির। চতুর্থ উইকেটে একশোর বেশি রান যোগ করেন দুজনে। মেগা ম্যাচে জ্বলে ওঠে সুদীপের ব্যাট। তবে ৮১ রানে ফিরতে হয় বাঁ হাতি এই ব্যাটসম্যানকে। ৬৪ রানে আউট হন ঋদ্ধি। ১৬ রানে প্যাভিলিয়ানে ফেরেন শাহবাজ। কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনালে বিপদের সময়ে বাংলাকে বাঁচিয়েছিল অনুষ্টুপের ব্যাট। তিন দশক পর বাংলার রঞ্জি চ্যাম্পিয়ন হওয়ার যাবতীয় আশাও এখন অনুষ্টুপকে ঘিরেই।