নিজস্ব প্রতিবেদন : তাঁর দল বিগ ব্যাশ জিতলেও আসন্ন ভারত সফরের আগে বেশ সতর্ক অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। ঘরের মাঠে ভারত সেরা দল মেনেই নিচ্ছেন তিনি। সেই সঙ্গে বিরাটদের জন্য গেমপ্ল্যান তাদের তৈরি সেটাও জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে বলছেন, ভারত নামটাই তাঁদের তাতিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২৪ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার ভারত সফর শুরু হচ্ছে। দুটি টি-টোয়েন্টির পাশাপাশি পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত-অস্ট্রেলিয়া। গত মাসেই অস্ট্রেলিয়ার মাটিতে একদিনের সিরিজ জিতে এসেছে টিম ইন্ডিয়া। ভারত সফরে এবার পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার সুযোগ এসেছে ফিঞ্চের দলের সামনে। ফিঞ্চও স্পষ্ট বলে দিচ্ছেন, "ভারত সফরের জন্য আমাদের বাড়িতে কোনও অনুপ্রেরণা লাগবে না। ভারত নামটাই আমাদের তাতিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই সফরে আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। কোনও ভাবে ফোকাস নষ্ট করলে চলবে না।"


আরও পড়ুন - পাকিস্তানের বিরুদ্ধে না খেললেও ভারত বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে : হরভজন সিং


অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ও একদিনের দলের অধিনায়ক অ্যারোন ফিঞ্চ আরও বলেন, "নিজেদের ঘরের মাঠে ভারত অন্যতম সেরা দল। ভারতের মাটিতে খেলার সময় দুটো বিষয় মাথায় রাখতে হবে। আত্মবিশ্বাস আর গেমপ্ল্যান।" ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের আগে ভারত-অস্ট্রেলিয়া সিরিজেই বিরাট কোহলি ও অ্যারোন ফিঞ্চ দুই অধিনায়কই পরীক্ষা নিরীক্ষার করে নিতে চাইবে। একই সঙ্গে দলের গভীরতা ও ফাঁক-ফোকরগুলোও বিশ্বকাপের মহড়ায় দেখে নিতে চাইবে দুই দল। 


আরও পড়ুন - পুলওয়ামায় জঙ্গি হামলা: শহিদ পরিবারদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শামি