পাকিস্তানের বিরুদ্ধে না খেললেও ভারত বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে : হরভজন সিং

১৬ জুন ওল্ড ট্র্যাফোর্ডে বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

Updated By: Feb 19, 2019, 11:26 AM IST
পাকিস্তানের বিরুদ্ধে না খেললেও ভারত বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে : হরভজন সিং

নিজস্ব প্রতিবেদন : পুলওয়ামায় জঙ্গি হামলার প্রতিবাদের রেশ এসে পড়েছে ক্রিকেটে। মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামের দেওয়ালে লাগানো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি ঢেকে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। মোহালিতেও পাকিস্তানি ক্রিকেটারদের ছবি সরিয়ে ফেলা হয়েছে। যদি বিষয়টি নিয়ে আইসিসিতেও যেতে পারে পিসিবি। এমনই ইঙ্গিত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। শুধু তাই নয় সিসিআই-এর সচিব সুরেশ বাফনা বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার অনুরোধ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। সেই সুরেই এবার সুর মেলালেন বিশ্বকাপজয়ী ভারতীয় তারকা হরভজন সিং।

আরও পড়ুন -  পুলওয়ামায় জঙ্গি হামলা: শহিদ পরিবারদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শামি

১৬ জুন ওল্ড ট্র্যাফোর্ডে বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই ম্যাচটি বয়কট করার কথা বলছেন ভাজ্জি। তাঁর যুক্তি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ না খেললেও ভারত বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে। একটি সর্বভারতীয় টিভি চ্যানেলে সাক্ষাত্কারে তিনি বলেন, "আসন্ন বিশ্বকাপে ভারত যেন পাকিস্তানের সঙ্গে ম্যাচ না খেলে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ না খেললেও ভারত বিশ্বকাপ জিততে পারবে।" সঙ্গে হরভজন আরও বলেন, "খুব কঠিন সময়। পুলওয়ামায় যে ঘটনা ঘটেছে তাতে দৃঢ় পদক্ষেপ করা উচিত্ কেন্দ্রের। আর যখন ক্রিকেটের প্রসঙ্গ আসছে। তখন কোনও সম্পর্ক ওদের সঙ্গে রাখাই উচিত্ নয়। ওরা যে ব্যবহার করেছে আমাদের সঙ্গে তার জবাব দেওয়ার দরকার আছে। আমার মনে হয় বিশ্বকাপের পাকিস্তানের সঙ্গে খেলাই উচিত্ নয় ভারতের। সবার আগে দেশ। আমরা দেশের মানুষের পাশে দাঁড়াতে চাই। সেটা ক্রিকেট হোক, হকি হোক কিংবা কোনও খেলাই আমাদের আর ওদের(পাকিস্তান)সঙ্গে খেলার দরকার নেই।"   

.