নিজস্ব প্রতিবেদন: Tokyo Olympics 2020-এর কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতীয় তিরন্দাজ দীপিকা কুমারী (Deepika Kumari)। রাশিয়ার Ksenia Perova-কে হারালেন তিনি। খেলার ফল ৬-৫। প্রথমে ৫-৫ ফলাফলে তাঁদের ম্যাচ ড্র হয়। এরপর শুট আউটে পেরোভা ৭ পয়েন্ট স্কোর করেন, সেখানে দীপিকা (Deepika Kumari) ১০ পয়েন্টে তির মেরে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেন। দীপিকার (Deepika Kumari) এই জয় ভারতের পদকের আশা জিইয়ে রেখেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এর আগে ভুটানের কার্মা ও আমেরিকার মুনিকো ফার্নান্দেজকে হারিয়ে তীরন্দাজি প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠেন দীপিকা কুমারী (Deepika Kumari)। কার্মাকে ৬-০ উড়িয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই রুদ্ধশ্বাস ম্যাচে দীপিকা ৬-৪ হারান মুনিকোকে। 



আরও পড়ুন: India vs Sri Lanka: দুরন্ত প্রত্যাবর্তনে ঘরের মাঠে টি-২০ সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা


আরও পড়ুন: East Bengal: চুক্তি জট কাটাতে এবার আইনজীবী নিয়োগ করল ইস্টবেঙ্গল


মুনিকার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই চলে দীপিকার। প্রথম সেটে ২৫-২৬ ব্যবধানে হেরে যাওয়া দীপিকা। দ্বিতীয় সেটে ২৮-২৫ জিতেই দুরন্ত কামব্যাক করেন। এরপর তৃতীয় সেটেও দীপিকা বাজিমাত করেন ২৭-২৫ ব্যবধানে। যদিও চতুর্থ সেটে এসে আবার মুনিকা ২৪-২৫ জিতে নেন। এই ব্যবধানেই পাঁচ নম্বর সেট জিতে দীপিকা পৌঁছে যান প্রি-কোয়ার্টারে।