নিজস্ব প্রতিবেদন: লিওনেল মেসি, সের্জিও আগুয়েরোদের অনুপস্থিতিতে চিলির বিরুদ্ধে চেনা ছন্দে দেখা যায়নি আর্জেন্টিনাকে। মেক্সিকোর বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে জ্বলে উঠল আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজের হ্যাটট্রিকের সৌজন্যে ৪-০ গোলে মেক্সিকোকে হারাল লিওনেল স্কালোনির দল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



ম্যাচের ১৭ মিনিটে প্রথমে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মার্টিনেজ। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন তিনি। এরপর মার্টিনেজের শট কার্লোস সালসেদোর হাতে লাগলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পটকিক থেকে স্কোরলাইন ৩-০ করেন পারেদেস। আর ৪১ মিনিটে নিজের তৃতীয় ও দলের চতুর্থ গোলটি করেন মার্টিনেজ। জাতীয় দলের জার্সিতে প্রথম হ্যাটট্রিক করলেন ইন্টার মিলান স্ট্রাইকার।



আর্জেন্টিনার ১৩ ম্যাচে ৯ গোল করলেন ২২ বছর বয়সী এই স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে আর স্কোরলাইনে কোনও পরিবর্তন হয়নি। ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা। আর্জেন্টিনার জমাট রক্ষণ ভাঙতে পারেনি মেক্সিকানরাও।


আরও পড়ুন - Euro 2020 Qualifiers: রোনাল্ডোর ৪ গোল, পর্তুগালের বিরাট জয়