আর্জেন্টিনা (৪) ভেনেজুয়েলা (১)
ওয়েব ডেস্ক: শতবর্ষের কোপা আমেরিকা টুর্নামেন্টেরর সেমিফাইনালে উঠে গেল বিশ্ব রানার্স আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলাকে ৪-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন মেসিরা। আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেন গঞ্জালো হিগুয়েন। দ্বিতীয়ার্ধে গোল করেন লিওনেল মেসি আর এরিক লামেলা। আর্জেন্টিনার জার্সিতে ৫৪টা গোল করে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে বাতিস্তুতাকে ছুঁয়ে ফেললেন মেসি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিশেষজ্ঞরা বলছেন, এখান থেকে মেসিরা কোপার চ্যাম্পিয়ন কাপ না জিতলেও হবে অঘটন। সেমিফাইনালে অবশ্য মেসিদের পক্ষে কাজটা সহজ হবে না। কারণ ক্লিন্সম্যানের কোচিংয়ে আমেরিকা এখন দারুণ ফুটবল খেলছে। মেসিদের সামনে টাফ ফুটবল অপেক্ষা করতে হবে।


বুধবার সকাল ৬.৩০টায় প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে আয়োজক দেশ আমেরিকা।


সাত গোলের মালায় সেমিতে চিলি


এদিকে, আজ চতুর্থ কোয়ার্টার ফাইনালে মেক্সিকোকে ৭-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠল চিলি। অবাক করে দেওয়ার মত স্কোরলাইন। এভাবে মেক্সিকোর মত দলকে উড়িয়ে দেবে চিলি তা ভাবাই যায়নি। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল চিলি। দ্বিতীয়ার্ধে আরও পাঁচটা গোল দিয়ে কোপায় নতুন নজির গড়ল দক্ষিণ আমেরিকার লঙ্কা আকৃতির এই ছোট্ট দেশ।



বৃহস্পতিবার সকাল ৬.৩০টায় দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়া বনাম চিলি ম্যাচ।