জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্যালেন্ডার বলছে হাতে আর ঠিক ১০ দিন। ২০ নভেম্বর থেকে শুরু কাতারে ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2022)। সারা পৃথিবীর আপামর ফুটবল ফ্যানদের চার বছরের প্রতীক্ষার অবসান। এবারের কাপ যুদ্ধে অংশ নিচ্ছে মোট ৩২টি দেশ। তবে বিশ্বকাপ নিয়ে দেশে ফিরবে আর্জেন্টিনাই (Argentina)। লা আলবিসেলেস্তের (La Albiceleste) অধিনায়ক ও সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির (Lionel Messi) হাতেই উঠবে সোনার বুট। বিরাট ভবিষ্যদ্বাণী করে দিল ইএ স্পোর্টস (EA Sports)। মার্কিনি স্পোর্টস ভিডিয়ো গেমস সংস্থা কিন্তু এই প্রথম ভবিষ্যদ্বাণী করল না। এর আগের তিনবারও তারা ভবিষ্যতদ্রষ্টা হিসাবে ছিল অব্যর্থ। ইএ স্পোর্টস বলে দিয়েছিল যে, ২০১০ সালে স্পেন (Spain), ২০১৪-তে জার্মানি (Germany) ও ২০১৮ সালে ফ্রান্স (France) জিতবে বিশ্বকাপ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গ্রুপ পর্যায়ে কী ঘটবে?


ইএ স্পোর্টস সিমুলেটর বলছে যে, টুর্নামেন্টের ফেভারিট- ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স ও জার্মানি অনায়াসে প্রথম তিন ম্যাচ জিতবে। গ্রুপ শীর্ষে শেষ করেই তারা চলে যাবে রাউন্ড অফ সিক্সটিনে। তবে গ্রুপ বি-তে থাকবে কিছুটা নাটক। ইংল্যান্ড দ্বিতীয় স্থানে শেষ করবে। ইউএসএ শেষ করবে মগডালে থেকেই।


আরও পড়ুন: Qatar FIFA World Cup 2022: কেমন হল গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের দল? জেনে নিন


রাউন্ড অফ সিক্সটিনে কী ঘটবে?


শেষ ষোলোয় দুই ইউরোপিয়ান জায়ান্ট ইংল্যান্ড ও নেদারল্যান্ডস মুখোমুখি হবে। ভ্যান ডাইকের অরেঞ্জ আর্মি ৩-১ হারিয়ে দেবে হ্যারি কেনের 'থ্রি লায়ন্স'কে। আর্জেন্টিনা হারাবে ডেনমার্ককে। ফ্রান্স কোনও রকমে জিতবে পোল্যান্ডের বিরুদ্ধে। ব্রাজিল ৩-০ গোলে কোরিয়াকে হারাবে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল ২-০ হারাবে সুইজারল্যান্ডকে। ওদিকে ইউএসএ হারিয়ে দেবে আফ্রিকা কাপ অফ নেশনস চ্যাম্পিয়ন সেনেগালকে। চেলসির ক্রিশ্চিয়ান পুলিসিচের গোলেই জিতবে মার্কিন মুলুকের দল। ২০১৮-র রানার্স আপ ক্রোয়েশিয়া ২-১ জিতবে স্পেনের বিরুদ্ধে। জার্মানি ও বেলজিয়ামের মধ্যে রুদ্ধশ্বাস খেলা হবে। জার্মানি গোল খেয়েও দুরন্ত প্রত্যাবর্তনে ম্যাচ জিতে নেবে ২-১ ব্য়বধানে।


আরও পড়ুনSadio Mane, Qatar FIFA World Cup 2022: চাপে সেনেগাল, সাদিও মানের বিশ্বকাপ অভিযান কি শেষ?


কোয়ার্টার ফাইনালে কী ঘটবে?


আর্জেন্টিনা ১-০ গোলে নেদারল্যান্ডসকে হারাবে। গোল করবেন সেই লিও মেসি। ফ্রান্স ও পর্তুগাল যথাক্রমে ইউএসএ ও ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ চারে চলে যাবে। এই পর্যায়ে টুর্নামেন্টে ম্যাচগুলি যে রীতিমতো উত্তেজক হবে, তা বলার অপেক্ষা রাখে না। চারটি কোয়ার্টার ফাইনালের মধ্যে তিনটি কোয়ার্টারের স্কোরলাইনই হবে ১-০। ব্রাজিলের কাছে সুযোগ থাকছে জার্মানির বিরুদ্ধে ১-৭ গোলের লজ্জার হারের প্রতিশোধ নেওয়ার। ব্রাজিল ৩-০ গোলে জার্মানিকে হারিয়ে যাবে শেষ চারে।


আরও পড়ুন: FIFA World Cup 2022 | Son Heung-min: চোখের ভয়ংকর চোটে কাঁধে ভর দিয়ে ছেড়েছিলেন মাঠ! সোনি কি খেলবেন বিশ্বকাপ?

 সেমিফাইনালে কী ঘটবে?


প্রথম সেমি ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপ ধরে রাখার স্বপ্নভঙ্গ হবে ০-১ হেরে।


দ্বিতীয় সেমি ফাইনালে ব্রাজিল ৫-৪ গোলে পর্তুগালকে হারাবে। মেগা ফাইনাল খেলবে ব্রাজিল-আর্জেন্তিনা। কোপা ফাইনালের পর ফের 'সাউথ আমেরিকান ক্লাসিকো'


ফাইনালে কী ঘটবে?


রুদ্ধশ্বাস ফাইনালে সেই মেসির গোলেই আর্জেন্তিনা ১-০ ব্রাজিলকে হারিয়ে দেবে। ১৯৮৬-র পর ফের কাপ জিতবে মারাদোনার দেশ। মেসির অধরা স্বপ্নপূরণ হবে এবার।


গোল্ডেন বুট কে জিতবেন?


টুর্নামেন্টে সর্বাধিক ৮ গোল করে সোনার বুট জিতবেন মেসি।


গোল্ডেন গ্লাভ কে জিতবেন?


পর্তুগালের রুই প্যাট্রিসিও, ব্রাজিলের অ্যালিসন, ক্রোয়েশিয়ার ডোমিনিক, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজের মধ্যে লড়াই হবে ঠিকই। কিন্তু শেষ হাসি হাসবেন মেসির দলের গোলকিপার এমিলিয়ানো।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)