ইতালিকে হারাল মেসিহীন আর্জেন্টিনা
লিও মেসিকে সামনে রেখেই বিশ্বকাপের অঙ্ক কষছেন আর্জেন্টিনা কোচ। হ্যামস্ট্রিংয়ে হালকা চোট ছিল মেসির। পুরোপুরি ফিট না-থাকায় ইত্তিহাদ স্টেডিয়ামে দর্শক হয়েই থেকে গেলেন এলএম টেন।
নিজস্ব প্রতিবেদন : রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে লিওনেল মেসিকে ছাড়াই সহজ জয় পেল আর্জেন্টিনা। ইতালিকে ২-০ গোলে হারাল জর্জ স্যাম্পাওলির ছেলেরা।
লিও মেসিকে সামনে রেখেই বিশ্বকাপের অঙ্ক কষছেন আর্জেন্টিনা কোচ। হ্যামস্ট্রিংয়ে হালকা চোট ছিল মেসির। পুরোপুরি ফিট না-থাকায় ইত্তিহাদ স্টেডিয়ামে দর্শক হয়েই থেকে গেলেন এলএম টেন। অর্ধেক ভরা স্টেডিয়ামের মেসি ভক্তরা হয়তো হতাশই হলেন। কিন্তু মেসিকে নিয়ে কোনও ঝুঁকি নেননি স্যাম্পাওলি।
আরও পড়ুন- ধোনির 'সিএসকে'-তে এবার ভাজ্জির 'ভাংড়া',দেখুন ভিডিও
ইতালি বনাম আর্জেন্টিনা ফিফা ফ্রেন্ডলি ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধেও আজুরিদের রক্ষণে চাপ ধরে রাখেন দি মারিয়ারা। অবশেষে ৭৫ মিনিটে আর্জেন্টিনাকে স্বস্তি দেন পরিবর্ত হিসেবে মাঠে নামা এভার বানেগা। লো সেলসোর সঙ্গে পাস খেলতে খেলতে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন বানেগা। ১০ মিনিট পরেই হিগুয়াইনের পাস থেকে আর্জেন্টিনার হয়ে ব্যবধান দ্বিগুন করেন ম্যানুয়েল লানজিনি। আগামী মঙ্গলবার স্পেনের বিরুদ্ধে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।