নিজস্ব প্রতিবেদন: প্রয়াত ফুটবলের রাজপুত্রকে বিশেষ সম্মান আর্জেন্টিনার! এবার আর্জেন্টিনার নোটে থাকতে চলেছে দিয়েগো আর্মান্দো মারাদোনার ছবি। সেনেটর নর্মা দুরাঙ্গো আর্জেন্টিনার কারেন্সিতে মারাদোনার ছবি রাখার প্রস্তাব দিয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - কনিষ্ঠতম উইকেটরক্ষক হিসেবে টেস্ট অভিষেক, অবসর নিলেন পার্থিব প্যাটেল


সেনেটরের প্রস্তাব, হাজার পেসোর নোটে মারাদোনার গোলের ছবি থাকবে। একদিকে ছিয়াশির বিশ্বকাপে 'হ্যান্ড অফ গড' আর উল্টোদিকে সেই বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ছয় জনকে কাটিয়ে মারাদোনার গোলের ছবিটা দেখা যেতে পারে।



সেনেটারের কথায়, মারাদোনাকে নিয়ে অনেক কিছু করার ইচ্ছে রয়েছে আমাদের। দিয়েগো আমাদের জাতীয় সম্পদ। ১০০০ পেসোর নোটে মারাদোনার ছবি ব্যবহার নিয়ে আইনগত দিকটা ভেবে দেখা হচ্ছে। আশা করি সামনের বছরের শুরুতে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।



করোনার কারণে সেনেট এখন বসছে না। অল্প কিছু বৈঠক হচ্ছে মাত্র। সেনেট বসলেই এই  নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গিয়েছে। বর্তমানে হাজার পেসোর নোটে আর্জেন্টিনার জাতীয় পাখি রুফস হর্নেরোর ছবি থাকে। সেখানেই থাকবে মারাদোনার ছবি।



আরও পড়ুন - ৯৪৭ দিন পর মুখোমুখি লড়াইয়ে মেসিকে টেক্কা রোনাল্ডোর! জোড়া গোল সিআর সেভেনের, বার্সাকে হারাল জুভেন্টাস