৯৪৭ দিন পর মুখোমুখি লড়াইয়ে মেসিকে টেক্কা রোনাল্ডোর! জোড়া গোল সিআর সেভেনের, বার্সাকে হারাল জুভেন্টাস
ক্রিশ্চিয়ানো ঢেউ যে সুনামির মতো ন্যু ক্যাম্পে আছে পড়বে তা হয়তো অতি বড় মেসি সমর্থকও আন্দাজ করতে পারেননি!
নিজস্ব প্রতিবেদন: ৯৪৭ দিন পর মঙ্গলবার মুখোমুখি হলেন লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কোভিড কালে তুরিনে আগেই দেখা হওয়ার কথা ছিল দুই তারকার। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ জি-এর ম্যাচে প্রথম সাক্ষাতে দেখা হয়নি দুজনের। তখন করোনায় আক্রান্ত ছিলেন সিআর সেভেন। ২-০ গোলে জিতেছিল বার্সেলোনা। গোল করেছিলেন মেসি। এবার বার্সেলোনার ঘরের মাঠে ফিরতি লেগে বদলার ম্যাচে মেসিদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করল রোনাল্ডোর জুভেন্টাস।
আরও পড়ুন -I League 2021: সূচি প্রকাশ ফেডারেশনের, উদ্বোধনী ম্যাচে নামছে মহমেডান
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো আগেই নিশ্চিত করেছিল দুই দল। আপাত গুরুত্বহীন ম্যাচটায় উত্তাপ ছড়াল মেসি-রোনাল্ডোর দ্বৈরথ। ন্যু ক্যাম্পে বদলার ম্যাচে জ্বলে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মেসির বার্সেলোনাকে তছনছ করে দিল রোনাল্ডোর জুভেন্টাস। ঘরের মাঠে লজ্জাজনক হার কাতালান ক্লাবের।
52' Ronaldo
Barcelona 0-3 Juventus #UCL pic.twitter.com/JUQMou25st
— UEFA Champions League (@ChampionsLeague) December 8, 2020
ক্রিশ্চিয়ানো ঢেউ যে সুনামির মতো ন্যু ক্যাম্পে আছে পড়বে তা হয়তো অতি বড় মেসি সমর্থকও আন্দাজ করতে পারেননি! ম্যাচের শুরু থেকেই বড্ড নিষ্প্রভ দেখাল এলএমটেনকে। অন্যদিকে বার্সার গোলমুখে আক্রমণের ঝড় তুলল রোনাল্ডোর দল। ১৩ মিনিটে স্পট কিক থেকে জুভেন্টাসকে এগিয়ে দেন সিআর সেভেন। ২০ মিনিটে ব্যবধান বাড়ান ম্যাককেনি। ৫২ মিনিটে নিজের দ্বিতীয় আর তৃতীয় গোলটি করেন রোনাল্ডো, সেটাও স্পটকিক থেকে। ৩-০ গোলে বার্সেলোনাকে হারিয়ে ঘরের মাঠে প্রথম লেগে হারের মধুর প্রতিশোধ নিল পির্লোর দল।
৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ ডি থেকে শীর্ষস্থানে থেকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছে গেল জুভেন্টাস। একই পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে থেকে দুই নম্বরে শেষ করল বার্সেলোনা। তারাও নকআউটে পৌঁছে গিয়েছে।
আরও পড়ুন - কনিষ্ঠতম উইকেটরক্ষক হিসেবে টেস্ট অভিষেক, অবসর নিলেন পার্থিব প্যাটেল