নিজস্ব প্রতিবেদন: ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে তীরে এসে তরী ডুবেছিল।ফাইনালে জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল মেসিদের। চার বছর পর এবার ২০১৮ সালে রাশিয়াতে ফের একবার মেসির হাত ধরে বিশ্বজয়ের স্বপ্ন দেখছে গোটা আর্জেন্টিনা। আসন্ন রাশিয়া বিশ্বকাপে ফিট লিওনেল মেসিকে পেতে চায় গোটা আর্জেন্টিনা দল। দেশের হয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া কী অনুরোধ করলেন অধিনায়ক মেসিকে?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুনপ্রেম দিবসে ফুটবল যুদ্ধে নেইমারকে টেক্কা দিলেন রোনাল্ডো


বার্সেলোনার হয়ে মেসিকে কম ম্যাচ খেলার অনুরোধ জানালেন এএফএ প্রেসিডেন্ট ক্লদিও।চলতি মরসুমে চোট কিংবা বড় কোনও সমস্যা না হলে লিওনেল মেসিকে ছাড়া বার্সেলোনা খুব কমই মাঠে নেমেছে।পরিসংখ্যান বলছে, ২০১৭-১৮ মরসুমে এখন পর্যন্ত ৩৯টি ম্যাচের ৩২টি ম্যাচে পুরো সময় খেলেছেন এলএমটেন।তাই বার্সা জার্সিতে কম গুরুত্বপূর্ণ ম্যাচে না খেলার কথাই মেসির সঙ্গে আলোচনা হয়েছে তাপিয়ার। বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভের্দেকে যেন একপ্রকার খোলাখুলিই বার্তা দিয়ে ক্লদিও তাপিয়া বলেছেন, "সুযোগ পেলে মেসিকে যেন বিশ্রামে রাখা হয়।"



বিশ্বকাপে খেলতে রাশিয়া উড়ে যাওয়ার পথে স্পেনের বার্সেলোনায় কিছুদিন ক্যাম্প করবে আর্জেন্টিনা দল। সেখানে অনুশীলনের পাশাপাশি ক্যাম্প নূতে বার্সেলোনার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে জর্জ স্যাম্পাওলির দলের।


খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়