জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এমিলিয়ানো মার্টিনেজের (Emiliano Martinez) সঙ্গে ফুটবল ফ্যানদের নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনও দরকার নেই। লিওনেল মেসির আর্জেন্টিনার (Lionel Messi's Argentina) বিশ্বজয়ের অন্যতম কারিগর তিনি। প্রিমিয়র লিগের ক্লাব অ্যাস্টন ভিলার (Aston Villa) ৩০ বছরের গোলকিপার, সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন যে, তে-কাঠির তলায় তিনি কী কামাল করতে পারেন। নয়্যার-ওচোয়াদের মতো গোলকিপারের নায়ক হওয়ার মঞ্চে যাবতীয় লাইমলাইট কেড়ে নিয়েছেন মার্টিনেজ। আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করার নেপথ্যে মেসির চেয়ে কোনও অংশে কম ভূমিকা নেই মার্টিনেজের। টুর্নামেন্টের সেরা গোলকিপার হওয়ার জন্যই তাঁর হাতে উঠেছে সোনার দস্তানা (Golden glove)। দুরন্ত মেজাজে অবধারিত সব গোল রুখে, ট্যাঙ্গো নাচ করে গ্যালারি মাতিয়েছেন মার্টিনেজ। সেই মার্টিনেজই বিতর্কে জড়িয়েছেন পুরস্কার মঞ্চে। তিনি গোল্ডেন গ্লাভ হাতে নিয়ে অত্যন্ত অশালীন ভঙ্গি করেছিলেন ক্যামেরার দিকে তাকিয়ে! যা নিয়ে এখনও বিতর্ক চলছে। এখন প্রশ্ন কেন মার্টিনেজে এমন করেছিলেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুনWatch | Lionel Messi: মেসিদের বিশ্বকাপ জিতিয়েছে ১২ হাজার জিন ও এলিয়েন! হাড়হিম করা ভিডিয়ো এল সামনে


মার্টিনেজ এক রেডিও সাক্ষাৎকারে বলেছেন, 'ফরাসিরা আমাকে টিটকিরি দিয়েছিল। তাই আমি ওই অঙ্গভঙ্গি করেছিলাম। আমার কাছে অহংকারের কোনও জায়গা নেই। আমরা অনেক সহ্য করেছি। ফাইনালের দিন ভেবেছিলাম যে, আমাদের হাতে ম্যাচের নিয়ন্ত্রণ রয়েছে। কিন্তু ওরা ফিরে আসে। অত্যন্ত জটিল একটি ম্যাচ ছিল। ভোগান্তি আমাদের নিয়তিতে ছিল। ওদের কাছে জেতার যে শেষ সুযোগ ছিল, ভাগ্যবশত আমি পা দিয়ে তা রুখে দিয়েছিলাম। এমন মুহূর্তের স্বপ্নই আমি দেখে এসেছি। আমার অনুভূতি ব্যক্ত করার মতো কোনও ভাষা নেই। ক্লাব ফুটবলের জন্য অনেক অল্প বয়সে আমি ইংল্যান্ডে চলে এসেছিলাম। পরিবারের সঙ্গে সেভাবে সময় কাটাতে পারিনি। এই জয় আমি পরিবারকে উৎসর্গ করছি।'


কাতারের লুসেল স্টেডিয়ামে কাপযুদ্ধের ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-ফ্রান্স। ম্যাচের ২৩ মিনিটে মেসি পেনাল্টিতে গোল করে আর্জেন্টিনাকে ১-০ এগিয়ে দেন। আর এই গোলের তিনি লিখে ফেললেন নয়া ইতিহাস। তিনি যা করে ফেললেন, তা এর আগে বিশ্বের কোনও ফুটবলার কখনও করতে পারেননি। ২০২২ বিশ্বকাপের নক-আউট পর্যায়ের প্রতি ম্যাচে গোল করার অনন্য রেকর্ড করে ফেলেলেন এলএম টেন। এর আগে বিশ্বের কোনও ফুটবলার বিশ্বকাপের নক-আউট পর্যায়ের প্রতি ম্যাচে গোল করতে পারেননি। মেসি লিখলেন নয়া ইতিহাস।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)