ওয়েব ডেস্ক: পেরুর বিরুদ্ধে ড্র করে ২০১৮-এর রাশিয়া বিশ্বকাপে ওঠা মারাত্মক কঠিন হয়ে গেল লিওনেল মেসির আর্জেন্টিনার! টানা তিন ম্যাচে ড্র করে বেশ বিপাকে মারাদোনার দেশ। বিশ্বকাপের যোগ্যতা অর্জন করার বিষয়ে লাতিন আমেরিকার দেশগুলোর এখন যা অবস্থা, তাতে রাশিয়াতে আর্জেন্টিনাকে না-ও দেখা যেতে পারে। এক ঝলকে পয়েন্ট টেবলটা দেখলেই বুঝতে পারবেন কী দূরাবস্থায় দাঁড়িয়ে রয়েছেন মেসিরা। -


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন এক ঝলকে চিনে নিন বিশ্বকাপে খেলতে চলা ২১ জন ভারতীয় ফুটবলারকে


দেশ ম্যাচ পয়েন্ট গোল পার্থক্য
ব্রাজিল  ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট ২৭
উরুগুয়ে  ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট ১০
চিলি  ১৭ ম্যাচে ২৬ পয়েন্ট
কলম্বিয়া  ১৭ ম্যাচে ২৬ পয়েন্ট
পেরু  ১৭ ম্যাচে ২৫ পয়েন্ট
আর্জেন্টিনা  ১৭ ম্যাচে ২৫ পয়েন্ট
প্যারাগুয়ে  ১৭ ম্যাচে ২৪ পয়েন্ট -৫
ইকুয়েডর  ১৭ ম্যাচে ২০ পয়েন্ট -১
বলিভিয়া  ১৭ ম্যাচে ১৪ পয়েন্ট -২০
ভেনেজুয়েলা  ১৭ ম্যাচে ৯ পয়েন্ট -১৭

লাতিন আমেরিকার মোট দশ দলের মধ্যে প্রথম চারটি দল সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে। আর পঞ্চম দল, প্লে অফ ম্যাচ খেলার সুযোগ পায়। কিন্তু আর্জেন্টিনা আপাতত রয়েছে পয়েন্ট টেবলের ছ'নম্বরে। সেক্ষেত্রে, প্লে অফ খেলারও সুযোগ পাওয়ার কথা নয় তাদের। যদিও পিকচার খুব অল্প হলেও এখনও বাকি রয়েছে। কারণ, সবকটি দলই আর একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। লাতিন আমেরিকা গ্রুপ থেকে ৩৮ পয়েন্ট পেয়ে ইতিমধ্যে রাশিয়া বিশ্বকাপে খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। উরুগুয়ে, তাদের শেষ ম্যাচে ড্র করলেই পাকা করে ফেলবে রাশিয়া যাওয়ার টিকিট। ফোরলানের দেশের শেষ ম্যাচ বলিভিয়ার বিরুদ্ধে। কিন্তু, আর্জেন্টিনার যা অবস্থা, তাতে শেষ ম্যাচে তাদের জিততেই হবে। এবং শেষ ম্যাচটা হলই বা তুলনায় দুর্বল ইকুয়েডরের বিরুদ্ধে। অ্যাওয়ে ম্যাচ যে! ইকুয়েডরের বিরুদ্ধে খেলতে হবে কিনা, তাদের দেশেই গিয়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক বেশি উচ্চতায়। তাই, সাম্পাওলির দলের অবস্থা এখন বেশ বিপজ্জনক। উল্টোদিকে পেরু শেষ ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে খেলতে নামবে নিজেদের মাঠেই। শেষ ম্যাচ তারা খেলবে লিমাতে। রাশিয়া বিশ্বকাপে শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে দেখা যাবে কিনা, তা জানা যাবে, আগামী মঙ্গলবার।


আরও পড়ুন  জানেন দু'বছরে অনূর্ধ্ব-১৭ ভারতীয় দলের জন্য কত টাকা খরচ হয়েছে?