জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। রবিবাসরীয় লুসেল স্টেডিয়ামে কাপযুদ্ধের ফাইনালে (FIFA World Cup 2022 Final) মুখোমুখি আর্জেন্টিনা-ফ্রান্স  (Argentina-France)।  আসমুদ্র হিমাচল লিওনেল মেসির (Lionel Messi) ভক্তরা চাইছেন বিশ্বকাপ উঠুক তাঁর হাতেই। মেসি মানেই তো আবেগের বিস্ফোরণ। ফ্যানদের কাছে যিনি স্বপ্নের সওদাগর, সর্বকালের সেরাদের একজন। তিনি এক সামুরাই যোদ্ধা। যাঁক কোড নেম LM10। মেসির জন্য কাতার চলে এসেছেন দুই লাস্যময়ী আর্জেন্টাইন ফ্যান-মেলিসিয়া আর্টিস্টা (Melisia Artista) ও লুসিয়ানা সালাজার (Luciana Salazar)। এই দুই ফ্যান পরিচিত আর্জেন্টিনার দুই সুপার হট ফ্যান হিসাবে। মেলিসিয়া পছন্দ করেন সুরো সুতোর মতো অন্তর্বাসে নিজেকে ধরা দিতে। অন্যদিকে লুসিয়ানার পোশাক নিয়ে কোনও ছুৎমার্গ নেই। ইনস্টাগ্রামে দুই লাস্যময়ী ঝড় তোলেন তাঁদের একের পর এক আগুনে ছবি পোস্ট করে।




COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Watch | Miss Bum Bum: মেসি তাঁর বুকে, হতবাক করা পোস্ট! 'বিশ্বকাপের গার্লফ্রেন্ড'কে বিঁধে আগুন সুজির


২০১৪ বিশ্বকাপে মেসি ট্রফির অত্যন্ত কাছে এসেও ছুঁয়ে দেখতে পারেননি কাপ। জার্মানি ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে চতুর্থবারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। মেসি বিশ্বকাপে নামার আগেই বলেছিলেন যে, কাতার বিশ্বকাপই তাঁর শেষ, দেশকে ফাইনালে তুলেও ফের বলেছেন সেই কথা। আর্জেন্টিনা কাতারের অভিযান শুরু করেই মুখ থুবড়ে পড়েছিল। সৌদি আরব ২-১ হারিয়ে দেয় লা আলবিসেলেস্তেদের। তবে এরপরেই আর্জেন্টিনা ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে আগুনে ফুটবল খেলতে শুরু করে সব হিসেব বদলে দিয়েছে। ব্রাজিলকে হারিয়ে গতবছর কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। ২৮ বছর পর কোপা জয় পায় মারাদোনার দেশ। নীল-সাদা জার্সিতে ট্রফির খরা কাটিয়ে ছিলেন লিও। মেসিরা হাতে বিশ্বকাপ দেখার জন্য আশায় বুক বাঁধছেন মেসির গোটা বিশ্বের সমর্থকরা। এখন দেখার বাঁ-পায়ের জাদুকর শেষ ল্যাপে ম্যাজিক করতে পারেন কিনা!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)