নিজস্ব প্রতিবেদন- ফের আইপিএলে খেলতে পারেন তেন্ডুলকর। তবে সচিন নন অর্জুন। ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর আসন্ন আইপিএল নিলামের জন্য নিজের নাম নথিভুক্ত করলেন। ১৮ই ফেব্রুয়ারি চেন্নাইতে দুপুর ৩টে নাগাদ বসছে আইপিএলের নিলামের আসর। বাবা বিশ্বের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন হলেও অর্জুন কিন্তু বোলার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। এই বাঁহাতি তরুণ পেসার নিলামে নিজের দর ২০ লক্ষ টাকা নির্ধারিত করেছেন। মোট ৮১৪ জন ভারতীয় ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করেছেন আসন্ন নিলামের জন্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবার IPL নিলামে থাকছেন নির্বাসন কাটিয়ে মাঠে ফেরা শ্রীসন্থও। ৩৬ বছর বয়সী কেরলের এই পেসার ইতিমধ্যেই কেরলের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মাঠে নেমেছেন। তিনি নিজের বেস প্রাইস ৭৫ লাখ নির্ধারণ করেছেন। তবে ২০১১ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য শ্রীসন্থ কোনো দল পাবেন কিনা তা সময়ই বলবে। চেতেশ্বর পূজারা, হনুমা বিহারির মত টেস্ট দলের সদস্যরাও আইপিএল নিলামের (IPL Auction) তালিকায় নিজেদের নাম রেখেছেন। 


আরও পড়ুন-  IndvsEng: পাহাড়ের মতো ক্রিজে দাঁড়িয়ে জো রুট, কত রানে থামবে England?


২৮৩ জন বিদেশী ক্রিকেটারও আইপিএল খেলার আগ্রহ দেখিয়ে নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন। এপ মধ্যে শাকিব আল হাসান, স্টিভ স্মিথ, কলিন ইনগ্রাম, জেসন রয়রা নিজেদের বেস প্রাইস ২ কোটি নির্ধারণ করেছেন। তবে অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক নিলাম থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন।