নিজস্ব প্রতিবেদন : অনূর্ধ্ব-১৯ দলে এবার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছে সচিনপুত্র অর্জুন তেন্ডুলকর। অর্জুন শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি ৪ দিনের ম্যাচ খেলবে বলে মনে করা হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৭ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ ঘটে অর্জুনের। এরপর থেকে ধারাবাহিক ভাবে ভালো খেলায়, ধর্মশালাতে প্রশিক্ষণ শিবিরে পাঠানো হয় এই বাঁহাতি পেসারকে। সূত্রের খবর, সেখানেই তার পারফরম্যান্স নির্বাচকদের নজর কারে।


চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। সেখানে ২টি ৪ দিনের ম্যাচ ও ৫টি এক দিনের ম্যাচ খেলবে ভারত। প্রাথমিক ভাবে ২টি ৪ দিনের ম্যাচের জন্য অর্জুনকে বাছা হয়েছে।


আরও পড়ুন- ক্রিকেটারদের যৌনকেচ্ছা ফাঁস!