নিজস্ব প্রতিবেদন: শতবর্ষের আগে বিপাকে ইস্টবেঙ্গল। ১ আগস্টের অনুষ্ঠানের আগে লাল-হলুদ ক্লাবকে সাজিয়ে তোলার কাজ চলছিল।   বৃহস্পতিবার সকালে হঠাত করেই তা বন্ধ করে দেয় সেনাবহিনী। অথচ অনুমতি ছিল বলে দাবি লাল হলুদ শিবিরে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শতবর্ষের আগে সাজিয়ে তোলার কাজ চলছে ইস্টবেঙ্গল ক্লাবে। কিন্তু হঠাত্ এদিন সকালে কাজ বন্ধ করে দেয় সেনাবাহিনী। ক্লাব কর্তৃপক্ষের দাবি, সেনার অনুমতি রয়েছে তাদের। ইস্টবেঙ্গল কর্তাদের ধারণা, লাল-হলুদ যেহেতু ডুরান্ডে অনুর্ধ্ব ১৯ দল খেলানোর সিদ্ধান্ত নিয়েছে, সে কারণে এমন পদক্ষেপ করেছে সেনাবাহিনী। সেনার উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে আলোচনা করে দু-একদিনের মধ্যেই সমস্যা সমাধানের চেষ্টা করছেন লাল-হলুদ কর্তারা।


এদিকে ডুরান্ডে খেলা নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব বনাম বিনিযোগকারী সংস্থার মধ্যে ফের দেখা দিয়েছে দ্বন্দ্ব। মরসুমের শুরুতে দুটো টুর্নামেন্ট একসঙ্গে খেলতে হবে লাল-হলুদকে। তাই টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয়, ডুরান্ডে অনুর্ধ্ব ১৯ দল খেলানো হবে। তবে স্পনসর সংস্থার সহমত হতে পারছে না। 


ইস্টবেঙ্গল কর্তাদের একাংশের আবার ধারণা, ডুরান্ডে ডার্বি হলে জুনিয়র দল খেলানোর খেসারত দিতে হতে পারে তাদের। শোনা যাচ্ছে আগের অবস্থান থেকে সরে এসে বিদেশি-সহ বেশ কিছু সিনিয়র ফুটবলারকে হয়তো রেজিস্ট্রেশন করানো হবে ডুরান্ডের জন্য। দরকার পড়লে ব্যবহার করা হবে তাঁদের।  


আরও পড়ুন- লোকসভায় ভোটাভুটিতে পাশ তিন তালাক বিল, বিরোধিতায় ওয়াকআউট তৃণমূলের