নিজস্ব প্রতিবেদন: পাঁচ ম্যাচ পর অবশেষে জয়ের দেখা পেল আর্সেনাল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে দাপুটে জয়ে নতুন বছর শুরু করল মিকেল আর্তেতার দল। ম্যান ইউকে ২-০ গোলে হারাল গানাররা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার রাতে এমিরেটস স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল আর্সেনাল। খারাপ সময়ের মধ্যে দিয়ে পথচলা আর্সেনালের ৮ মিনিটেই গোলের দেখা পায়। সৌজন্যে পেপে। ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্সেনালের গ্রিক ডিফেন্ডার সক্রাতিস পাপাস্তাথোপউলাস। দ্বিতীয়ার্ধে বল দখলের পাশাপাশি আক্রমণেও চাপ বাড়ায় ম্যাচে ফিরতে মরিয়া ইউনাইটেড। কিন্তু ব্যবধান কমাতে পারেনি তারা।



সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে শেষ ১৬ ম্যাচে আর্সেনালের এটি দ্বিতীয় জয়। নতুন কোচ আর্তেতার অধীনে তৃতীয় ম্যাচে এসে জয় পেল দলটি। আর লিগে টানা দুই জয়ের পর ফের হারল ম্যান ইউ। ইপিএলে ২১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড আর ২৭ পয়েন্ট নিয়ে দশম স্থানে আর্সেনাল।


আরও পড়ুন - I LEAGUE 2019-20: কাশ্মীরের কনকনে ঠান্ডাই ভাবাচ্ছে কিবুর দলকে