ওয়েব ডেস্ক : সাফল্য পেতে কি শেষ পর্যন্ত শিবঠাকুরের দ্বারস্থ হলেন ইংল্যান্ডের ফুটবল তারকা থিও ওয়ালকট? কোনওদিন ভারতের মাটিতে পা রাখেননি। কিন্তু পিঠে ট্যাটু করে লিখেছেন ওঁ নমঃ শিবায়। টুইটারে পোস্ট করা মাত্রই সেই ছবি ভাইরাল হয়ে যায়। ভারতের বহু মানুষ ওয়ালকটের এই ট্যাটু দেখে দারুন খুশি। অবশ্য ভারতের বাইরে এই ট্যাটু দেখে অনেকে ভুলও বুঝেছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন প্রোদুনোভাকে বিদায় জানালেন জিমনাস্ট দীপা কর্মকার


ওয়ালকট চিনা ভাষায় পিঠে কিছু লিখিয়েছেন বলে ধারণা অনেকের। তাঁদের ধারণা চিনের কোনও ক্লাবে যোগ দিতে চলেছেন ওয়ালকট। আর্সেনাল এবছর ইপিএল জিতবে কিনা তার কোনও ঠিক নেই। কিন্তু এই ট্যাটু করিয়ে ভারতের বহু মানুষের মন জয় করে ফেলেছেন এই গানার্স ফুটবলার।


আরও পড়ুন  শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে কে কে থাকছেন না জানুন