জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওয়াকায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Western Australia XI) দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলল রোহিত শর্মার (Rohit Shrama) ভারত। বৃহস্পতিবার বিপক্ষের ১৬৮ রান তাড়া করতে নেমে ৩৫ রানে হেরে যায় টিম ইন্ডিয়া (Team India)। চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতায় হারে ভারত। তবে এদিন ফিল্ডিংয়ের সময় অস্ট্রেলিয়ার হৃদয় জিতে নেন ভারতের বাঁ-হাতি মিডিয়াম ফাস্ট বোলার অর্শদীপ সিং (Arshdeep Singh)। বাউন্ডারি লাইনে পঞ্জাব পুত্তর যখন দাঁড়িয়ে ছিলেন, তখন এক ফ্যান অর্শদীপের কাছে ব্যাটে অটোগ্রাফ করে দেওয়ার আবদার করেন। অর্শদীপ ফ্যানকে নিরাশ করেননি। খেলার ফাঁকেই নিরাপত্তারক্ষীর মাধ্যমে ব্যাটটি চেয়ে নিয়ে সেখানে সই করে আবার ফ্যানকে ফিরিয়ে দেন। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অর্শদীপ রয়েছেন দারুণ ফর্মে। প্রতি ম্যাচেই ছাপ রাখছেন। এদিন তিন ওভার বল করে তুলে নেন এক উইকেট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: India vs Western Australia XI, T20 World Cup 2022: রাহুলের ৭৪, তবুও লজ্জার হার ভারতের!


পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা



হাতে আর ঠিক ১০ দিন। তারপরেই অস্ট্রেলিয়ার মাটিতে কাপযুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। আগামী ২৩ অক্টোবর 'মাদার অফ অল ব্যাটেল' দিয়েই ভারতের বিশ্বকাপ অভিযান শুরু। চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। মেলবোর্নে মুখোমুখি দুই দল। আয়োজক দেশে দিন ১৬-১৭ আগে চলে আসার নেপথ্যে টিম ম্যানেজমেন্টের নির্দিষ্ট ভাবনাই রয়েছে। ভারতীয় দলে যাঁরা আগে অস্ট্রেলিয়ায় খেলেননি, তাঁদের বিদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার সময় দিচ্ছে টিম। বিশ্বকাপের নেট প্রস্তুতি সেরে নেওয়ার জন্য় ভারত চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে বলে ঠিক হয়েছে। দু'টি গা ঘামানোর ম্যাচ হয়ে গেল। এরপর আবার ১৭ ও ১৯ অক্টোবর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত প্রস্তুতি ম্যাচ খেলবে। দেখার ভারত কী করে! ২০০৭ সালে পর টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য নেই ভারতের। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আইসিসি ট্রফি নেই টিম ইন্ডিয়ার ঝুলিতে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল বিরাটবাহিনী। এরপর একাধিক দ্বিপাক্ষিক সিরিজ জিতলেও, এশিয়া কাপেও হারে ভারত। ফলে আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতকে ভাল কিছু করে দেখাতেই হবে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)