নিজস্ব প্রতিবেদন: অনূর্ধ্ব-১৯ ZEE বাংলা ফুটবল লিগে গ্রুপ-C থেকে শেষ চারে উঠেছে এরিয়ান্স। গ্রুপ পর্বে চারটি ম্যাচের তিনটিতে জিতেছে তারা। একটি ম্যাচ ড্র করে এরিয়ান্স।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


#কীভাবে সেমি ফাইনালে উঠল এরিয়ান্স ক্লাব দেখে নেওয়া যাক-


প্রথম ম্যাচে হুগলি মার্শালসকে ২-০ গোলে হারায় এরিয়ান্স। এরিয়ান্সের হয়ে গোল দুটি করেন দীপেশ মুর্মু এবং সঞ্জীব মণ্ডল।


দ্বিতীয় ম্যাচে কোচবিহার কম্যান্ডোসকে হাফ ডজন গোলে উড়িয়ে দেয় এরিয়ান্স। এরিয়ান্সের হয়ে দুটি করে গোল করেন দীপেশ মুর্মু এবং সুদীপ্ত মালাকার। বাকি গোল দুটি করেন তারক হেমব্রম এবং রাম হেমব্রম।


গ্রুপ-C তে নিজেদের তৃতীয় ম্যাচটি শিলিগুড়ি স্ট্রাইকার্সকে ২-০ গোলে হারায় এরিয়ান্স। এরিয়ান্সের হয়ে এই ম্যাচে গোল করেন দীপেশ মুর্মু এবং তারক হেমব্রম।


গ্রুপের শেষ ম্যাচে সানরাইজ বর্ধমান ড্রিবলার্সের সঙ্গে ১-১ গোলে ড্র করে।


৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ-C-এর শীর্ষে থেকে অনূর্ধ্ব-১৯ ZEE বাংলা ফুটবল লিগের সেমি ফাইনালে উঠেছে এরিয়ান্স। শেষ চারে এরিয়ান্সের সামনে কোয়েস ইস্টবেঙ্গল।  


আরও পড়ুন - ZEE বাংলা ফুটবল লিগ : গ্রুপ-A থেকে শেষ চারে ২৪ পরগনাস(উত্তর)মাস্টার্স