জি ২৪ ঘন্টা ডিজট্যাল ব্যুরো:  ৬৬ বছর বয়সে চলে গেলেন পাকিস্তানের (Pakistan) বিতর্কিত আম্পায়ার আসাদ রউফ (Asad Rauf)। ২০০০ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিংয়ের যাত্রা শুরু করেছিলেন। ১৩ বছরে মোট ২৩১টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেছিলেন। লাহোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন আসাদ রউফ। ২০০৬ সালে আইসিসির (ICC) এলিট প্যানেলে স্থান পেয়েছিলেন আসাদ। পরবর্তী সাত বছরে তিনি পাকিস্তানের সবচেয়ে বিশিষ্ট আম্পায়ারদের মধ্যে একজন হয়ে উঠেছিলেন। আলিম দারের (Aleem Dar) পাশাপাশি আসাদ রউফ পাক আম্পায়ারিংয়ের ‘মুখ’ হয়ে উঠেছিলেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Ravindra Jadeja : ফিরে আসার জন্য জোর লড়াই করছেন 'স্যর জাদেজা'


তবে ২০১৩ সালে আইপিএল-এ 'স্পট ফিক্সিং' (IPL Spot Fixing) কাণ্ডে জড়ানোর পর তাঁর আম্পায়ারিং কেরিয়ার অকালে শেষ হয়ে যায়। 'স্পট ফিক্সিং' কাণ্ডে মুম্বই পুলিশের অভিযুক্তদের তালিকায় ছিলেন রউফ। ফলে ২০১৬ সালে আইসিসি তাঁকে নির্বাসিত করেছিল।  ১৯৯৮ সালে আম্পায়ার হিসেবে পথ চলা শুরু করেছিল রউফ। ১৯৯৮ সালে একটি প্রথম শ্রেণির ম্যাচে প্রথমবার আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এর দুই বছর পর প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি।


২০০০ সালে প্রথম একদিনের ম্যাচে আম্পায়ারিং করেছিলেন তিনি। এরপর ২০০৪ সালে আইসিসি-র ওডিআই প্যানেলে স্থান পেয়েছিলেন। এরপর ধাপে ধাপে উত্থান। তবে ২০১৩ সালে বুকিদের কাছ থেকে উপহার নেওয়ায় অকাল ‘পতন’ ঘটে তাঁর। একজন মডেলের সঙ্গে সেই সময় যৌন কেলেঙ্কারিতেও জড়িয়েছিলেন রউফ। এহেন রউফ কয়েক মাস আগে ফের প্রচারের আলোয় চলে আসেন। লাহোরের 'লান্ডা বাজার'-এ একটি স্পোর্টস কিটস ও জামা-কাপড়ের দোকান চালাতেন। পরিবারের ভরণপোষণ করার জন্যই দোকান দিয়েছিলেন। সেটাই জানিয়েছিলেন সদ্য প্রয়াত।


আরও পড়ুন, Vinesh Phogat : ব্রোঞ্জ জিতে স্বপ্নের কামব্যাক ঘটালেন ভিনেশ ফোগাট


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)