নিজস্ব প্রতিবেদন : ভাইজাগে ম্যাচ চাই হওয়ার পর শনিবার পুণেতে জয় ছিনিয়ে নিয়েছে ক্যারিবিয়ানরা। টেস্ট সিরিজে ২-০ তে হারের পর তৃতীয় একদিনের ম্যাচে ভারত সফরে প্রথম জয়ের মুখ দেখেছে উইন্ডিজরা। পাঁচ ম্যাচের একদিনের সিরিজে সমতায় ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় একদিনের ম্যাচ ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করে ম্যাচের সেরা হয়েছেন অ্যাশলে নার্স। সেই নার্সের নাচ এবার ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - ব্যাটসম্যান বিরাটের লক্ষ্যমাত্রা ঠিক করে দিলেন শোয়েব আখতার


পুণেতে তৃতীয় একদিনের ম্যাচে ২২ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলার পাশাপাশি ২টি উইকেট নিয়েছেন অ্যাশলে নার্স। কিন্তু শিখর ধাওয়ানকে আউট করার পরেই 'বাবাজি কি ঠুল্লু' নাচের ভঙ্গিমায় দেখা গেল নার্সকে। যা নিয়ে ঝড় উঠছে সোশাল মিডিয়াতে। কিন্তু কেন 'বাবাজি কি ঠুল্লু' নাচলেন নার্স?নিজেই জানিয়েছেন তিনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নার্সের সঙ্গে পরিচয় হয় ভারতীয় সানি সোহালের। সেই বন্ধু সানির কাছেই 'বাবাজি কি ঠুল্লু' নাচ শিখেছেন তিনি। ম্যাচ শেষে বলেন, "আমার সেলিব্রেশন উত্সর্গ করছি ভারতীয় বন্ধু সানি সোহালকে। ওই বলেছিল, উইকেট পেলে বাবাজি কা ঠুল্লুর মতো করতে।" শুধুমাত্র তৃতীয় একদিনের ম্যাচেই নয় দ্বিতীয় একদিনের ম্যাচে আম্বাতি রায়াডুকে আউট করেও 'বাবাজি কি ঠুল্লু' নাচের সেলিব্রেশনে মেতে উঠেছিলেন নার্স।



প্রসঙ্গত, ভারতীয় সিনেমায় 'বাবাজি কি ঠুল্লু' নাচের জনক বলিউডের প্রয়াত অভিনেতা রাজকুমার। পরবর্তীকালে অনেক বলিউড তারকাকে এই নাচের ভঙ্গিতে দেখা গিয়েছে। সাম্প্রতিক কালে কপিল শর্মার 'কমেডি নাইটস উইথ কপিল' শোতে 'বাবাজি কি ঠুল্লু' নাচ দেখা যায়।