দুনিয়ার এক নম্বর বোলার, অলরাউন্ডার এখন অশ্বিন
ফের জগতসভায় শ্রেষ্ঠ আসনে কোনও ভারতীয় বোলার। এত দিন এক নম্বরে থাকা পাকিস্তানের ইয়াসির শাহকে পিছনে ফেলে টেস্টে আইসিসি rankning-এ বোলারদের তালিকায় শীর্ষে উঠে এলেন রবীচন্দ্রন অশ্বিন। বলাই বাহুল্য অ্যান্টিগার দ্বিতীয় ইনিংসে সাত উইকেটের কীর্তিটায় অশ্বিনকে শীর্ষস্থানে নিয়ে গেল। বোলারদের তালিকার পাশাপাশি অলরাউন্ডারদের rankning-এও নিজের এক নম্বর স্থানটা আরও মজবুত করলেন অশ্বিন। কারণটা সেই অ্যান্টিগা টেস্টের ঝকঝকে শতরান।
ওয়েব ডেস্ক: ফের জগতসভায় শ্রেষ্ঠ আসনে কোনও ভারতীয় বোলার। এত দিন এক নম্বরে থাকা পাকিস্তানের ইয়াসির শাহকে পিছনে ফেলে টেস্টে আইসিসি rankning-এ বোলারদের তালিকায় শীর্ষে উঠে এলেন রবীচন্দ্রন অশ্বিন। বলাই বাহুল্য অ্যান্টিগার দ্বিতীয় ইনিংসে সাত উইকেটের কীর্তিটায় অশ্বিনকে শীর্ষস্থানে নিয়ে গেল। বোলারদের তালিকার পাশাপাশি অলরাউন্ডারদের rankning-এও নিজের এক নম্বর স্থানটা আরও মজবুত করলেন অশ্বিন। কারণটা সেই অ্যান্টিগা টেস্টের ঝকঝকে শতরান।
বোলারদের তালিকায় অশ্বিনের পিছনেই আছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড। ম্যানচেস্টার টেস্টে মাত্রা একটা উইকেট নেওয়া ইয়াসির নমে গিয়েছেন পাঁচে। ডেল স্টেইন আছেন চার নম্বরে।
তবে ডবল সেঞ্চুরি হাঁকিয়েও rankning-এ মাত্র দু ধাপ এগিয়ে বিরাট কোহলি ১২ নম্বরে। শীর্ষে স্মিথ, দুইয়ে রুট। প্রথম দশে নেই কোনও ভারতীয় ব্যাটসম্যান।