ভারত-২৩৪/৫


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েব ডেস্ক: ১২৬ রানের মধ্যেই অর্ধেক ইনিংস শেষ হয়ে গিয়েছিল। ক্যারবিয়ানদের বিরুদ্ধে তখন একরাশ লজ্জার সামনে ভারত। সেখানে থেকে ভরাডুবি রুখে দিলেন রবীচন্দ্রন অশ্বিন-ঋদ্ধিমান সাহা। ষষ্ঠ উইকেট জুটিতে অশ্বিন-ঋদ্ধি যোগ করেছেন ১০৮ রান। এখনও অবিচ্ছেদ্য। অশ্বিন ৭৫ রানে অপরাজিত, ঋদ্ধি অপরাজিত ৪৬ রানে। ধাওয়ান (১),কোহলি (৩), পূজারার জায়গায় দলে আসা রোহিত শর্মা (৯) ব্যর্থ। তবে ওপেনার লোকেশ রাহুল ৬৫ বলে ৫০ রান খেলে মন জিতলেন। যদিও ঠিক যে সময়টা থেকে তাঁর দায়িত্ব নেওয়া উচিত ছিল, সেই সময়ই উইকেট ছুঁড়ে আসেন।


আরও পড়ুন-খেলার সব খবর


রাহানের ৩৫ রানের ইনিংসটাও আশা জাগিয়েছিল। তবে শেষ অবধি অশ্বিন-ঋদ্ধির পার্টনারশিপটাই ভারতকে বাঁচিয়ে দল। ভারতীয় শিবিরের আশা আর ১০০ রানটা যোগ করতে পারলে ভাল জায়গায় থাকা যাবে। একটা সুবিধা জাদেজা এখনও ব্যাট করতে বাকি। দ্বিতীয় টেস্টের নায়ক রস্টন চেজ দুটি উইকেট নেন, জোসেফ নেন দুটি, গ্যাব্রিয়েল একটি উইকেট তোলেন।