নিজস্ব প্রতিবেদন: ফাইনালেই ঘুরে দাঁড়াল বাংলাদেশের ব্যাটিং। চলতি এশিয়া কাপে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান তুললেন মেহেদি হাসান ও লিটন দাস। একের পর এক ম্যাচে ব্যর্থ হওয়ার পর লিটনের জায়গা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। ফাইনালের মঞ্চকে বেছে নিলেন বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাস। ৮৭ বলে করলেন শতরান। বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ১৪৫।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন লিটন দাস। দু-একটা সুযোগ ছাড়া একেবারে 'ক্লিন ব্যাটিং'। ভুবনেশ্বর কুমার-জসপ্রীত বুমরার মতো বোলারদেরও ঠ্যাঙালেন লিটন। ৩৩ বলে অর্ধ শতরান করেন লিটন। ১১ ইনিংস পর বাংলাদেশের উদ্বোধনী যুগলবন্দি অর্ধ শতরান পেরোল। ৩৩ বলে অর্ধ শতরানের গণ্ডি পেরালেন লিটন দাস। এরপর ভারতীয় স্পিনারদের বিরুদ্ধেও অত্যন্ত বিচক্ষণ ব্যাটিং করেছেন লিটন। এটাই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটজীবনে প্রথম শতরান।           


এদিন ওপেনিংয়ে নীচের সারির ব্যাটসম্যান মেহেদি হাসানকে নামিয়ে চমক দিয়েছে বাংলাদেশ। খেটে গিয়েছে সেই ফাটকা। দুরন্ত লিটনকে যোগ্য সঙ্গত করেছেন মেহেদি। লিটন যখন দুরন্ত ব্যাটিং করছেন, তখন একটা দিক ধরে রেখেছিলেন মেহেদি। ৩২ রানে কেদার যাদবের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। তিনি আউট হওয়ার পরই পুরনো ব্যধিতে আক্রান্ত হয় টাইগাররা। একের পর এক উইকেট পড়তে থাকে।   


এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আফগানিস্তান ম্যাচে পরীক্ষানিরীক্ষার পর ফাইনালে সেরা একাদশ নিয়ে মাঠে নেমেছে ভারত।বাংলাদেশ দলে একটি পরিবর্তন হয়েছে। মমিনুল হকের জায়গায় দলে প্রত্যাবর্তন করেছেন বাঁ হাতি স্পিনার নাজমুল ইসলাম। এশিয়া কাপেই গতবার ভারতের বিরুদ্ধে হেরেছিল বাংলাদেশ। ফলে এবার তারা বদলা নিতে চাইবে। বিশেষ করে পাকিস্তানকে হারানোর পর আত্মবিশ্বাসে ফুটছে মাশরাফি বিন মুর্তাজার দল। গত ম্যাচে বুক চিতিয়ে লড়াই করে চমকে দিয়েছে বাংলাদেশ। প্রথমে তিন উইকেটের ধাক্কা থেকে রানকে টেনে নিয়ে গিয়েছিলেন মুশফিকুর রহিম। তারপর বোলিং ও ফিল্ডিংয়ে বাঘের মতো মাঠে দাপিয়ে বেড়িয়েছে বাংলার টাইগাররা।          


ভারতের একাদশ-  রোহিত শর্মা, শিখর ধবন, অম্বানি রায়াডু, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহল, রবীন্দ্র জাডেজা, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরা। 


বাংলাদেশ একাদশ- লিটন দাস, সৌম্য সরকার, মহম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তাজা, নাজমুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান। 


আরও পড়ুন- বয়স বাড়লেও তড়িত্ গতিতে স্টাম্পিং ধোনির, দেখুন ভিডিও