এশিয়া কাপে আর খেলা হচ্ছে না এক হাতে ব্যাট করা তামিমের!
হাসপাতালে স্ক্যান করানো হলে জানা যায় হাতের কব্জিতে চিড় ধরা পড়েছে।
নিজস্ব প্রতিবেদন : এশিয়া কাপে ছেঁড়া গ্লাভস পরে এক হাতে ব্যাট করে ক্রিকেটীয় রূপকথা লিখেছিলেন বাংলাদেশের তামিম ইকবাল। কিন্তু এশিয়া কাপে আর খেলা হচ্ছে না বাংলাদেশি ওপেনারের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। তাই এবারের এশিয়া কাপে আর মাঠে নামতে পারছেন না তিনি।
শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই লাকমলের বলে বাঁহাতে চোট পেয়ে মাঠ ছাড়েন তামিম ইকবাল। হাসপাতালে স্ক্যান করানো হলে জানা যায় হাতের কব্জিতে চিড় ধরা পড়েছে।এর পর হাসপাতাল থেকে তামিম যখন ফিরে আসেন তখন বাংলাদেশ ৪৭ ওভারে নটি উইকেট হারিয়েছে। রান ২২৯। এমন অবস্থায় ফের হাতের চোট নিয়ে মাঠে নামেন তামিম। এক হাতে চোট নিয়ে ছেঁড়া গ্লাভস পড়ে এক হাতে ব্যাট করেন তিনি। গুরুত্বপূর্ণ সময় ব্যাট করে দলকে সাহায্য করায় ইতিমধ্যে তামিমকে নিয়ে সাড়া পড়েছে ক্রিকেটবিশ্বে।
আরও পড়ুন - ছেঁড়া গ্লাভস পরে এক হাতে ব্যাট করে ক্রিকেটীয় রূপকথা লিখলেন বাংলাদেশের তামিম
বাঁ হাতের কড়ি আঙুলে চোট পান তামিম। শনিবারই চিকিত্সকরা জানিয়ে দেন এশিয়া কাপে তামিমের পক্ষে আর খেলা সম্ভব নয়। ফলে এশিয়া কাপের বাকি ম্যাচে না খেলেই দেশে ফিরছেন ওপেনার তামিম ইকবাল।