জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: এশিয়া কাপের (Asia Cup 2022) আগে ফের ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া (Team India)। কারণ করোনায় (Covid 19) আক্রান্ত হওয়ার জন্য রোহিত শর্মা (Rohit Sharma)-বিরাট কোহলিদের (Virat Kohli) সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহী (UAE) উড়ে যেতে পারলেন না রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। যদিও জাতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) কিন্তু বর্তমান কোচের অসুস্থতাকে বাড়তি গুরুত্ব দিতে রাজি নন। প্রাক্তন অলরাউন্ডারের শাস্ত্রীয় দাবি, 'কয়েকটা প্যারাসিটেমল খেলেই ও সুস্থ হয়ে যাবে।' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে, 'এশিয়া কাপের জন্য আমিরশাহি উড়ে যাওয়ার আগে রুটিন করোনা টেস্ট করা হয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের। সেখানে দ্রাবিড়ের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।' বিসিসিআইয়ের তরফে এও জানানো হয় যে, 'মৃদু উপসর্গও রয়েছে দ্য ওয়াল-এর'। তবে দলের হেড কোচ অসুস্থ হলেও ভাল খবর হল, তিনি সুস্থ হলেই দলের সঙ্গে যোগ দেবেন। বোর্ডের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, দ্রাবিড় আপাতত বিসিসিআই-এর মেডিক্যাল টিমের নজরদারিতে রয়েছেন। করোনা রিপোর্ট নেগেটিভ এলে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। বাকি দল মঙ্গলবারই দলের সবাই মিলিত হয়ে সংযুক্ত আরব আমিরশাহীতে উড়ে যাবে।


                     The Comeback of Shaz and Waz for the greatest rivalry https://t.co/Wm7e3B02Jd



আরও পড়ুন: Rahul Dravid, Asia Cup 2022 : টিম ইন্ডিয়ার জন্য বড় ধাক্কা, কোভিডে আক্রান্ত রাহুল দ্রাবিড়


আরও পড়ুন: Virat Kohli, Asia Cup 2022: প্রিয় কোহলিকে কীভাবে তাতিয়ে তুলছেন রবি শাস্ত্রী? জানতে পড়ুন


দ্রাবিড়ের কোভিড আক্রান্ত হওয়া নিয়ে শাস্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি নিজস্ব ভঙ্গিমায় বলেন, 'আমার মতে রাহুল এই মুহূর্তে দলের সঙ্গে না গেলেও বড় সমস্যা হবে না। এই সময় এটাকে কোভিড না বলে সামান্য জ্বর বললেই ভাল! ও দ্রুত সুস্থ হয়ে যাবে। এবং খুব তাড়াতাড়ি মাঠে ফিরে আসবে।' শাস্ত্রী আরও যোগ করেন, 'সবাই শুধু কোভিড, কোভিড বলে চিৎকার করে যাচ্ছে। এই সময় কোভিড নিয়ে কথা বলাই উচিত নয়! আবার বলছি এটা সামান্য জ্বর। কয়েকটা প্যারাসিটেমল খেলেই রাহুল ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে দলের সঙ্গে জুড়ে যেতে পারবে।' 



এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অসমাপ্ত পঞ্চম টেস্টের প্রসঙ্গ টেনে আনেন শাস্ত্রী। সেই টেস্টের আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ। সেই সময় বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল মাঠে নামতে অস্বীকার করেছিল। ওই সময়ের প্রসঙ্গ টেনে শাস্ত্রী বলে ওঠেন, 'আমারও তো গত বছর কোভিড হয়েছিল। সব ঠিক থাকলে ছয় দিনের মধ্যে সাজঘরে চলে যেতাম। দায়িত্ব নিয়ে বলছি দলের সঙ্গে যুক্ত হতে পারলে অনায়াসে ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট জিতে সিরিজও দখল করতে পারতাম।' 


২৭ অগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। ২৮ অগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে বাইশ গজের যুদ্ধে নামবে 'মেন ইন ব্লু' ব্রিগেড। এর আগে চোটের জন্য এই প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও হর্ষল প্যাটেল (Harshal Patel)। এ বার রাহুল দ্রাবিড়ও কোভিডে আক্রান্ত হলেন। ফলে বাবর আজমদের (Babar Azam) বিরুদ্ধে নামার আগে বেশ চাপে থাকবে টিম ইন্ডিয়া। যদিও শাস্ত্রী কিন্তু এমনটা মনে করেন না। তাঁর মতে দ্রাবিড়ের অসুস্থতা নিয়ে চিন্তার কোনও কারণ নেই। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)