Rohit Sharma, KL Rahul, IND vs PAK: রোহিত-রাহুলের ব্যাটে লেখা হল নতুন রেকর্ড
রোহিত-রাহুল স্কোরবোর্ডে ৩১ বলে ৫৪ রান যোগ করেছিলেন। এদিন তাঁরা টপকে গেলেন আয়ারল্যান্ডের পল স্টারলিং (Rohit Sharma) ও কেভিন ও`ব্রিয়েনের (Kevin O`Brien)। ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে ৫০-এর বেশি রানের পার্টনারশিপ এখন রোহিত-রাহুলের ঝুলিতেই।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার ফোরের ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান (IND vs PAK)। এদিন টস জিতে বাবর আজম ব্যাট করতে পাঠান ইন্ডিয়াকে। ওপেন করতে নেমে ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও ভাইস-ক্যাপ্টেন কেএল রাহুল (KL Rahul) রুদ্রমূর্তি ধারণ করেছিলেন। রোহিত-রাহুল স্কোরবোর্ডে ৩১ বলে ৫৪ রান যোগ করেছিলেন। এদিন তাঁরা টপকে গেলেন আয়ারল্যান্ডের পল স্টারলিং (Rohit Sharma) ও কেভিন ও'ব্রিয়েনের (Kevin O'Brien)। ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে ৫০-এর বেশি রানের পার্টনারশিপ এখন রোহিত-রাহুলের ঝুলিতেই। দেশের জার্সিতে টি-২০ ফরম্যাটে রোহিত-রাহুলের যুগলবন্দিতে এখন ১৪টি ফিফটি প্লাস ইনিংস চলে এল। এদিন কোহলির অর্ধ-শতরান (৪৪ বলে ৬০) ভারত নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান তুলল।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বাধিক ফিফটি-প্লাস ইনিংসের তালিকা:
আরও পড়ুন: IND vs PAK LIVE, Asia Cup 2022 : বিরাটের অর্ধ শতরান, পাকিস্তানকে ১৮২ রানের টার্গেট দিল টিম ইন্ডিয়া
রোহিত শর্মা, কেএল রাহুল- ১৪- ১৩১৯ রান
পল স্টারলিং, কেভিন ও'ব্রিয়েনে- ১৩- ১০৮৩ রান
অ্যান্ডি ব্যালবিরনি, পল স্টারলিং- ১২- ৮৭১ রান
কাইল কোয়েটজার, হ্যারি মুনসে - ১২- ১০৪২ রান
মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন- ১২- ১০৬৮ রান