নিজস্ব প্রতিবেদন :  রবিবার ঢাকায় মহারণ। এশিয়া কাপ হকিতে আগামিকাল পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। ইতিমধ্যেই পরপর ২টি ম্যাচে জিতেছে ভারত। জাপান ও বাংলাদেশের বিরুদ্ধে মোট ১২টি গোল করেছে ভারতীয় হকি দল। ফলে ভারতীয় দলের মনোবল এখন তুঙ্গে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ বছর ভারত-পাকিস্তানের শেষ সাক্ষাত হয়েছে লন্ডনে হকি ওয়ার্ল্ড লিগের সেমি ফাইনালে। সেই খেলাটাই ঢাকায় ফের খেলতে চাইছে ভারত। অধিনায়ক মনপ্রীত সিং সংবাদ মাধ্যমে জানিয়েছেন, লন্ডনে ‌যা হয়েছিল তা এখনও ইতিহাস। সেই ধরনের পারফর্ম করতে গেলে আমাদের খেলায় আরও মনো‌যোগ দিতে হবে।


উল্লেখ্য, লন্ডনে ওয়ার্ল্ড হকি লিগে পরপর দুটি ম্যাচে ভারতের কাছে হেরেছিল পাকিস্তান। এবার এশিয়া কাপ হকিতে সুপার ৪-এ ‌যেতে গেলে আগামিকাল ভারতের বিরুদ্ধে জিততেই হবে পাকিস্তানকে। ফলে বেশে চাপেই রয়েছে পাক হকি টিম।


অারও পড়ুন-''শানু তুমি বাড়ি ফিরে চলো, তোমায় ছাড়া আমি বাঁচব না!''
দলের ক্ষমতা নিয়ে বলতে গিয়ে পাক অধিনায়ক মহম্মদ ইরফানের দাবি অন্যরকম। তাঁর মতে লন্ডনের দলের সঙ্গে বর্তমানে দলের ফারাক অনেক। তাঁর কথায়, লন্ডনে পরপর দুটি ম্যাচে আমরা হেরেছিলাম। কিন্তু বর্তমান পাক দল আগের থেকে অনেক বেশি শক্তিশালী। বেশ কয়েকজন অভিজ্ঞ প্লেয়ার দলে ফিরেছে। আশাকরছি পাকিস্তান আগামিকাল ভালোই খেলবে।


আরও পড়ুন-যথেষ্ট প্রস্তুতি নিয়েই কি পাহাড়ে অভিযানে নেমেছিল পুলিস? উঠছে প্রশ্ন