নিজস্ব প্রতিবেদন : অলিম্পিক, বিশ্বচ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ গেমস, বিশ্বচ্যাম্পিয়নশিপের পর এবার এশিয়ান গেমসের ফাইনালেও হারের ধারা অব্যাহত পিভি সিন্ধুর। মঙ্গলবার সিন্ধুর ফাইনালে হারের বৃত্ত যেন সম্পূর্ণ হল। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল সিন্ধুকে। ফাইনালে বিশ্বের এক নম্বর চাইনিজ তাইপের তাই জু ইয়াংয়ের কাছে স্ট্রেট গেমে হারলেন ভারতীয় শাটলার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - দেশে ফিরে বিমানবন্দরেই বাগদান সারলেন এশিয়াডে সোনাজয়ী ভিনেশ


বিশ্বসেরা তাই জু ইয়াংয়ের বিরুদ্ধে এদিন কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি পুসারলা৷ চাইনিজ তাইপের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে প্রথম গেমে শুরু থেকে পিছিয়ে পড়েন ভারতীয় শাটলার৷ শেষ পর্যন্ত প্রথম গেম হেরে বসেন ১৩-২১ ব্যবধানে৷ দ্বিতীয় গেমের শেষ দিকে কিছুটা লড়াই করলেও একতরফা ম্যাচে শেষ পর্যন্ত হার মানেন সিন্ধু৷ ২১-১৬ ব্যবধানে দ্বিতীয় গেম জিতে সোনা জিতলেন তাই জু ইয়াং। স্ট্রেট গেমে হেরে সোনা হাতছাড়া করলেন পিভি৷ তাই জু-র বিরুদ্ধে এটি সিন্ধুর টানা ছটি হার৷



ফের ফাইনালে চোকার্স সিন্ধু। চলতি বছরে এই নিয়ে মোট পাঁচটা টুর্নামেন্টের ফাইনালে উঠে হারলেন হায়দরাবাদী শাটলার। নানজিংয়ে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে মারিনের কাছে হারের পর এবার এশিয়াডে তাই জু-র কাছে হার। ফাইনালে সিন্ধুকে বড্ড বেশি নার্ভাস দেখাল। স্নায়ুর চাপে যে তিনি ভুগছেন সেটা খেলার সময়ই পরিষ্কার বোঝা যাচ্ছিল। তবে হারলেও অলিম্পিকের মত এশিয়ান গেমসেও দেশের প্রথম শাটলার হিসেবে সিন্ধু রুপো জিতলেন। কেরিয়ারে মোট ১৪ বার কোনও টুর্নামেন্টের ফাইনালে হারলেন সিন্ধু। যার শুরুটা হয়েছিল ২০১১ সালে ডাচ ওপেনের ফাইনাল থেকে।