নিজস্ব প্রতিবেদন :  ভারতীয় মহিলা হকি দল আয়োজক ইন্দোনেশিয়াকে হারিয়েছিল ৮-০ ব্যবধানে। চব্বিশ ঘণ্টা ব্যবধানে বড় জয় পেল ভারতীয় পুরুষ হকি দল। জাকার্তায় এশিয়ান গেমসে সেই আয়োজক ইন্দোনেশিয়াকেই ১৭-০ গোলে উড়িয়ে অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়নরা। হ্যাটট্রিক করেন দিলপ্রিত সিং, সিমরানজিৎ সিং ও মনদীপ সিং।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - এশিয়ান গেমসে সোনা জিতে ইতিহাসে 'দঙ্গল গার্ল' ভিনেশ ফোগত


সোমবার পুল A-এর ম্যাচে শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে ভারত। আর তাতেই খড়কুটোর মতো উড়ে যায় দুর্বল ইন্দোনেশিয়া। প্রথম কোয়ার্টারে ভারত এগিয়ে ছিল ৫-০ গোলে। বিরতিতে ৯-০। তৃতীয় কোয়ার্টারে সেই ব্যবধান বেড়ে হয় ১৩-০। শেষ পর্যন্ত ১৭-০ গোলে ম্যাচ জিতে নেয় ভারত। ভারতের হয়ে হ্যাটট্রিক করেন দিলপ্রীত, মনদীপ এবং সিমরনজিৎ। জোড়া গোল করেন রুপিন্দার, আকাশদীপ। একটি করে গোল করেন এসভি সুনীল, বিবেক প্রসাদ, হরমনপ্রীত এবং অমিত রোহিদাস।



এদিন ম্যাচে মোট ৪০টি গোলমুখী শট নেন ভারতীয় হকি খেলোয়াড়রা। ইন্দোনেশিয়ার বিরুদ্ধে মোট ১১টি পেনাল্টি কর্নার পায় ভারত। যার মধ্যে ৬টি থেকে গোল করতে সক্ষম হয় ভারত। এবার এশিয়ান গেমসে সোনা জিততে পারলেই ২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি ছাড়পত্র পাবে ভারত। সেই লক্ষ্যেই এশিয়ান গেমসে অভিযান শুরু করল ভারতীয় হকি দল। ভারতের পরবর্তী ম্যাচ বুধবার হংকং-র বিরুদ্ধে।