ওয়েব ডেস্ক: রাজ্যবর্ধন সিং রাঠোর নতুন ক্রীড়ামন্ত্রী হওয়ার পর খুব স্বাভাবিকভাবেই খুশি দেশের ক্রীড়ামহল। খেলোয়াড় থেকে খেলাপ্রেমী সবাই স্বাগত জানিয়েছেন, দেশের নতুন ক্রীড়ামন্ত্রীকে। এথেন্স অলিম্পিকে পদকজয়ী রাজ্যবর্ধন সিং রাঠোরও নতুন দায়িত্ব পেয়ে বুঝিয়ে দিয়েছেন যে, তাঁর হাতে পড়ে দেশের ক্রীড়া দফতর এখন নতুন উদ্যমে চলবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন আইপিএল তো দেখাবে স্টার, তাহলে সোনি কী দেখাবে জানেন?


নতুন ক্রীড়ামন্ত্রী নির্বাচিত হওয়ার পর রাজ্যবর্ধন সিং শুরুতেই এমন কিছু কথা বললেন, যেগুলো এ দেশের ক্রীড়ামন্ত্রীদের থেকে বিশেষ শোনা যায় না। তিনি বলেছেন, 'ক্রীড়া দফতর সাত দিন ২৪ ঘণ্টাই অবিরাম কাজ করে যাবে। তার কারণ, দেশের ক্রীড়াবিদদের সাহায্য করাটাই ক্রীড়ামন্ত্রকের কাজ। একজন অ্যাথলিট দেশের প্রথম শ্রেণীর নাগরিক। আমরা অবশ্যই তাঁদের সাহায্যে সবসময় পাশে থাকবো।'


আরও পড়ুন  ২০ বছর আগে করা সচিনের রেকর্ড ছুঁলেন কোহলি, ভাঙা সময়ের অপেক্ষা