ব্যুরো: রিওতে ভারতের দূরপাল্লার দৌড়ের কোচ নিকোলাই নেশারেভকে পুলিস আটক করলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। 


অলিম্পিকে মেয়েদের ম্যারাথন দৌড়ের শেষে অসুস্থ হয়ে পড়েন ভারতের ও পি জয়সা। ডিহাইড্রেশনের ফলে একেবারে অচৈতন্য হয়ে পড়েন জয়সা। ভারতীয় দলের বিদেশি কোচ নেশারেভ অত্যন্ত ভয় পেয়ে যান। জয়সাকে গেমসে ভিলেজে পলিক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে উদ্বিগ্ন কোচ নেশারেভ ভিতরে যেতে চান। কিন্তু এক মহিলা চিকিৎসক তাকে বাধা দেন। কারন ভিতরে তারা একজনকেই ঢুকতে দেবেন। যেহেতু সহকারী কোচ রাধাকৃষ্ণান পলিক্লিনিকের ভিতরে চলে যান তাই নেশারেভকে তারা ঢুকতে দিতে চাননি। নেশারেভ তাদের কথা না শুনে জোর করে ঢুকতে যান এবং কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। তারপরই পুলিসের কাছে অভিযোগ জানান ওই মহিলা চিকিৎসক। পুলিস আটক করে নেশারেভকে। বেশ কিছুক্ষন আটক থাকার পর ব্রাজিলে অবস্থিত ভারতীয় দূতাবাসের উদ্যোগে সমস্যা মেটে এবং ছাড়া পান নেশারেভ।