নিজস্ব প্রতিবেদন: আজ যুবভারতীতে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এটিকের বদলার ম্যাচ। কান্তিরাভায় সেমি ফাইনালের প্রথম লেগে সুনীল ছেত্রীদের কাছে ১-০ গোলে হারতে হয়েছিল ডেভিড উইলিয়ামসদের। আইএসএল ফাইনালে উঠতে হলে ফিরতি লেগে বেঙ্গালুরুকে দুই গোলের ব্যবধানে হারাতে হবে এটিকে-কে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রয় কৃষ্ণা আর ডেভিড উইলিয়ামসকে সামনে রেখেই ঘুঁটি সাজাচ্ছেন হাবাস। তবে গোল করার সঙ্গে সঙ্গে রক্ষণ নিয়েও বাড়তি নজর রাখতে হচ্ছে এটিকে কোচ হাবাসকে। সুনীল ছেত্রী, পারতালুদের বিরুদ্ধে ঘর আগলেই আক্রমণে যেতে চান এটিকে কোচ। তবে প্রতিপক্ষকে পরখ করার জন্য সময় নষ্ট না করার পরামর্শই দিয়েছেন এটিকে কোচ। 



এদিকে বিরুদ্ধে ফিরতি সেমি ফাইনালে নামার আগে চনমনে বেঙ্গালুরু এফসি। হোম ম্যাচে ১-০  গোলে জিতে থাকায় অনেকটাই অ্যাডভান্টেজ সুনীল ছেত্রীরা। পারতালু, ব্রাউন, হুয়ানানদের মতো বিদেশি ফুটবলাররা রয়েছেন বেঙ্গালুরু এফসিতে। দেশীয় ফুটবলারদের মধ্যে রয়েছেন সুনীল ছেত্রী, খাবরা, উদান্তা, রাহুল ভেকেরা। খাতায় কলমে বেশ শক্তিশালী কুয়াদ্রাতের দল। এটিকের বিরুদ্ধে শুরুতেই গোল তুলে বিপক্ষকে চাপে ফেলাই লক্ষ্য বেঙ্গালুরু শিবিরের। অ্যাওয়ে ম্যাচ হলেও আক্রমণাত্মক ফুটবলকে হাতিয়ার করেই আইএসএল ফাইনালে যেতে চান সুনীল ছেত্রীরা।


আরও পড়ুন - ফিরল পুরনো দিন! সচিনকে পাশে নিয়ে ঝড় তুললেন শেহবাগ, হারল লারার দল