নিজস্ব প্রতিবেদন: প্রায় দু'সপ্তাহের প্রস্তুতি সেরে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) এএফসি কাপ খেলতে মলদ্বীপ উড়ে যাচ্ছে। শনিবার অর্থাৎ আগামিকাল অ্যান্তোনিও লোপেজ হাবাসের শিষ্যরা সকালের বিমান ধরবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রয় কৃষ্ণা, প্রীতম কোটাল ও অমরিন্দর সিংদের ফিটনেস বাড়ানোর পাশাপাশি টিম স্প্যানিশ কোচ পজিশনাল ফুটবল, পাসিং ও পেনাল্টি নেওয়ার ওপর জোর দিয়েছেন। প্রায় প্রতিদিনই কোনও না কোনও নতুন প্র্যাকটিস করিয়েছেন তিনি। এমনটাই প্রেস বিবৃতি দিয়ে জানাচ্ছে এটিকেএমবি (ATKMB)। 


আরও পড়ুন: Vinesh Phogat: অলিম্পিক্স ব্যর্থতার পর নিজেকে মৃত মনে হচ্ছে ভিনেশ ফোগতের!


অন্যদিকে এটিকে এমবি-র অজি স্ট্রাইকার ডেভিড উইলিয়ামসও চলে এসেছেন। ফলে পুরো শক্তির দল নিয়েই হাবাস মলদ্বীপে উড়ে যেতে পারবেন। হাবাস কলকাতা ছাড়ার আগে বলেন,"আমি সকল ফুটবলারদের বলে দিয়েছি আমরা আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। প্রত্যেককে কঠোর পরিশ্রম করতে হবে। সবাইকে সেরাটাই দিতে হবে।"


এএফসি কাপের (দক্ষিণাঞ্চল) গ্রুপ ডি-তে রয়েছে অ্যান্তোনিও লোপেজ হাবাসের টিম। তারা খেলবে আগামী ১৮, ২১ ও ২৪ অগাস্ট। অন্যদিকে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু মলদ্বীপের ক্লাব ইগলসের বিরুদ্ধে প্লে-অফ ম্যাচ খেলবে ১৫ অগাস্ট। সুনীলরা ২০১৬ সালের এএফসি রানার্স। দুই দলের লড়াইয়ে জয়ী দল পৌঁছে যাবে গ্রুপ ‘ডি’-তে।


বিজয়ী যোগ দেবে এটিকেএমবি, মলদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব ও বাংলাদেশের বসুন্ধরা কিংসকে। এই গ্রুপে যে দল শীর্ষে থাকবে, তারা সিঙ্গল লেগ আন্তঃআঞ্চলিক সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এটিকে এমবি ও বেঙ্গালুরু এফসি, এই দুই দলই এবার ভারত থেকে এএফসি কাপ খেলার যোগ্যতা অর্জন করেছে এবার। এটিকেএমবি ও বেঙ্গালুরু দারুণ দল করেছে এবার। এখন দেখার এএফসি কাপে কতদূর যেতে পারে তারা!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)