ISL 2020-21: Kerala Blasters-এর বিরুদ্ধে জয়ের খোঁজে ATK Mohun Bagan
পাহাড়ি দলের কাছে হারের ধাক্কা ভুলে জয়ে ফেরাই টার্গেট রয় কৃষ্ণাদের।
নিজস্ব প্রতিবেদন: কিবু ভিকুনার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতে এবারের আইএসএলে অভিযান শুরু করেছিল এটিকে মোহনবাগান। রবিবার সেই কেরালার বিরুদ্ধেই জয়ে ফিরতে মরিয়া হাবাসের দল। আগের ম্যাচেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র কাছে হেরেছে সবুজ-মেরুন ব্রিগেড। পাহাড়ি দলের কাছে হারের ধাক্কা ভুলে জয়ে ফেরাই টার্গেট রয় কৃষ্ণাদের।
১৩ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুই নম্বরে এটিকে মোহনবাগান। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র কাছে হারলেও তিন ম্যাচে গোল না পাওয়া রয় কৃষ্ণা গোলের মধ্যে ফিরেছেন। ডেভিড উইলিয়ামস, এডু গার্সিয়ার চোট। ওড়িশা এফসি থেকে মার্সেলো পেরেইরা এটিকে-মোহনবাগানে যোগ দিলেও গোলের মধ্যে নেই। এবার তেমন ফর্মে নেই প্রবীর দাসও। আগের ম্যাচে রক্ষণের ভুলে হারতে হয়েছে। তাই একটু হলেও কি কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামার আগে চাপে এটিকে মোহনবাগান শিবির! মানতে রাজি নন স্প্যানিশ কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এসে হাবাস জানান, "গত কয়েকটা ম্যাচে আমাদের পারফরম্যান্সের উন্নতি হয়েছে। আরও উন্নতি করতে হবে। আক্রমণে শক্তিও বাড়াতে হবে।"
আরও পড়ুন- Warner কন্যা Indi-কে জার্সি উপহার Virat Kohli’র, দেখুন ছবি
এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স শেষ পাঁচ ম্যাচে অপরাজিত। যার মধ্যে দুটি ম্য়াচে জয় পেয়েছে কিবু ভিকুনার দল। ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলে নয় নম্বরে রয়েছে কেরালা ব্লাস্টার্স। রবিবার প্রথম লেগের বদলা নিতে মরিয়া ভিকুনা ব্রিগেড। এটিকে মোহনবাগানকে হারিয়ে লিগে টানা ছয় ম্যাচ অপরাজিত থাকতে মরিয়া কেরালা ব্লাস্টার্স।
আরও পড়ুন- Jasprit Bumrah-র বোলিং অ্যাকশনে বদল! নেটদুনিয়ায় হইচই