নিজস্ব প্রতিবেদন: লিগ টেবিলের শীর্ষে থেকেই নতুন বছরে অভিযান শুরু করতে চলেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। বছরের শেষ ম্যাচে চেন্নাইয়ন এফসি-র (Chennaiyin FC) সঙ্গে গোলশূন্য ড্র করেছে হাবাসের (Antonio Lopez Habas) দল। রবিবার সবুজ-মেরুনের সামনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি (Northeast United FC)। পাহাড়ি দলটির বিরুদ্ধে জয় দিয়েই মরসুম শুরু করতে মরিয়া প্রীতম-প্রণয়রা।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) রক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার প্রীতম কোটাল (Pritam Kotal) নর্থ ইস্টের বিরুদ্ধে নামার আগে বলেন, " সার্বিকভাবে আশা করব নতুন বছরে করোনা মুক্ত হয়ে ফের স্বাভাবিক হবে আমাদের জীবন। ফুটবল ফিরবে নিজস্ব ছন্দে। মুম্বই আমাদের সঙ্গে লিগ টেবিলে সমান তালে টক্কর দিচ্ছে। আমাদের নর্থ ইস্ট ম্যাচ জিততেই হবে। এই ম্যাচটা জিতে থাকলে লিগ টেবিলে ভাল জায়গায় পৌঁছানো যাবে। পাশাপাশি আত্মবিশ্বাস বাড়বে সবার। নতুন বছর জয় দিয়ে শুরু করতে চাই। মুম্বই ম্য়াচের আগে তিন পয়েন্ট পাওয়াটা জরুরি। "


আরও পড়ুন-  রাহানের ডেপুটি হয়ে সিডনিতে ফিরছেন 'ফিট' Rohit Sharma


সবুজ মেরুনের আর বাঙালি ফুটবলার প্রণয় হালদার (Pronay Halder) বলেন, "চেন্নাইয়ন ম্যাচ আমরা খারাপ খেলিনি। অন্য অনেক ম্যাচের চেয়ে ভালই খেলেছি। বছরের শুরুটা জয় দিয়ে করতে চাই। আইএসএলে সব দলই শক্তিশালী। নর্থ ইস্টও। আমাদের লক্ষ্য হবে লিগ টেবিলে শীর্ষ স্থান ধরে রাখা।"


এটিকে মোহনবাগানের স্প্যানিশ ডিফেন্ডার তিরি (Tiri) জানিয়েছেন, " নতুন বছরে আমাদের লক্ষ্য অনুশীলনে আরও পরিশ্রম করে নিজের ভুলগুলোকে শুধরে নেওয়া। দলের জন্য নিজেকে উজাড় করে দেওয়া। নর্থ ইস্টের বিরুদ্ধে আর একটা নতুন ম্যাচ। নতুন ভাবে শুরু করতে হবে।"



আরও পড়ুন- চোট পেয়ে দেশে ফিরছেন, মনখারাপের মাঝেই সুখবর পেলেন Umesh Yadav