নিজস্ব প্রতিবেদন: মুম্বই সিটি এফসি-র কাছে হার। এফসি গোয়ার সঙ্গে ১-১ ড্র। আইএসএলে জয়ে ফিরতে মরিয়া এটিকে মোহনবাগান। বৃহস্পতিবার রয় কৃষ্ণাদের সামনে চেন্নাইন এফসি। চলতি মরসুমে প্রথম লেগে দুই দল গোলশূন্য ড্র করেছিল। আগের ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে ড্র করেছে চেন্নাইয়নও। তাই বৃহস্পতিবার জয়ে ফিরতে মরিয়া দুই দলই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১১ ম্যাচে ২১ পয়েন্ট এটিকে মোহনবাগানের। শেষ দুই ম্যাচে জয় না পেলেও চাপে রয়েছেন মানতে নারাজ এটিকে মোহনবাগানের কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। তাঁর কথায়, "ভাল-খারাপ সময় আসেই। গোয়া এবং মুম্বইয়ের বিরুদ্ধে ম্য়াচ খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আরও ভাল খেলতে হবে। আক্রমণে জোর বাড়াতে হবে।" আক্রমণ এবং রক্ষণের মধ্যে ভারসাম্য রাখাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন এডু গার্সিয়াদের হেড স্যার। গোলে ফিরতে মরিয়া রয় কৃষ্ণাও। ভুল ত্রুটি শুধরে চেন্নাইয়নের বিরুদ্ধে জয়ে পিরতে মরিয়া সবুজ-মেরুন ব্রিগেড।


আরও পড়ুন- ব্রিসবেনের নতুন নাম হোক 'পন্থ নগর', দাবি Sehwag-এর


অন্যদিকে ১২ ম্যাচে ১৫ পয়েন্ট চেন্নাইয়ন এফসি-র। অনিরুদ্ধ থাপা, ছাঙতে, রহিম আলিরাও জয়ে ফিরতে মরিয়া। চেন্নাইয়নের হাঙ্গেরিয়ান কোচ কসাবা লাজলো বলেন, "কাউন্টার অ্যাটাকে দ্রুত উঠে আসে এটিকে মোহনবাগান। যে কোনও মুহূর্তে খেলা ঘুরে যেতে পারে। নতুন কৌশল অবলম্বন করতে হবে।"


আরও পড়ুন- IPL 2021: Smith-কে ছাড়ল রাজস্থান, Malinga-কে বাদ দিল মুম্বই