ব্রিসবেনের নতুন নাম হোক 'পন্থ নগর', দাবি Sehwag-এর

প্রসঙ্গতঃ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর যোগী আদিত্যনাথ একাধিক জায়গার নাম বদল করেছেন। মুঘলসরাইয়ের নাম রেখেছেন দীন দয়াল উপাধ্য়ায় নগর। এলাহাবাদের নাম এখন প্রয়াগরাজ।  

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jan 20, 2021, 06:52 PM IST
ব্রিসবেনের নতুন নাম হোক 'পন্থ নগর', দাবি Sehwag-এর
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন :  শুভমান গিল ও চেতেশ্বর পূজারার তৈরি করা ভিতের উপর দাঁড়িয়ে ব্রিসবেনে অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ঋষভ পন্থ। ম্যাচের নায়ক পন্থকে নিয়ে মজার টুইট করলেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহবাগ। ব্রিসবেনের নতুন নাম হোক 'পন্থ নগর'। এমনই টুইট করেন বীরু।

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাসি মুখের ছবি পোস্ট করে টুইট করেন বীরেন্দ্র শেহবাগ। সেই ছবির উপর লেখা, "আজ সে ব্রিসবেন কা নাম পন্থ নগর"

টুইটে তিনি লিখেছেন, " কেন নয়! এই সিরিজ জয় এমনই যেটা সচারচর এক প্রজন্মে দেখা যায় না। এই জয়ের আনন্দ বছরের পর বছর উদযাপন করা হোক। জয় ভারত। "

আরও পড়ুন-IPL 2021: CSK-এর সঙ্গে সম্পর্ক শেষ বিশ্বকাপজয়ী ভারতীয় তারকার

প্রসঙ্গতঃ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর যোগী আদিত্যনাথ একাধিক জায়গার নাম বদল করেছেন। মুঘলসরাইয়ের নাম রেখেছেন দীন দয়াল উপাধ্য়ায় নগর। এলাহাবাদের নাম এখন প্রয়াগরাজ।  

আরও পড়ুন- 'Real team' আসছে! হিন্দিতে কোহলিদের সাবধানবাণী শোনালেন  Kevin Pietersen

.