ISL-এ ATK মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ দেখতে চান `সবুজ তোতা` ব্যারেটো
ব্যারেটো আশা রাখেন যে আইএসলে ATK মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল কিংবা অন্য কোনও নামেও যদি ইস্টবেঙ্গল আসে তাহলেও তা লিগের জন্য অনেক
নিজস্ব প্রতিবেদন: গঙ্গাপারের ঝড়তোলা স্ট্রাইকার ব্যারেটো। কত মোহনবাগানির নয়নের মণি তিনি। দাপিয়ে খেলে গিয়েছেন ময়দানে। ATK এর সঙ্গে সংযুক্ত হয়েছে তাঁর প্রাক্তন দল মোহনবাগান। ব্রাজিলের এই স্ট্রাইকার বলছেন অদূর ভবিষ্যতে এভাবেই একের পর এক আই লিগের দল আইএসএল খেলতে আসবে।
মোহনবাগানের আইএসএল খেলা নিয়ে যথেষ্ট খুশি "সবুজ তোতা।" তবে ব্যারেটো বলেছেন, "মোহনবাগান ও ইস্টবেঙ্গল হলো দুজন দৈত্য। লাল-হলুদ দল লিগে এলে আলাদা মাত্রা যোগ হবে। সম্ভবত ইস্টবেঙ্গলও আইএসএল খেলার জন্য মরিয়া চেষ্টা করছে। যদি আইএসএলে ইস্টবেঙ্গল আসে তাহলে ডার্বি দেখার আলাদা মজা হবে।"
আরও পড়ুন: নজরদারিতে গৃহবন্দি থাকতে হবে রোনাল্ডিনহোকে, ধোপে টিকল না মুক্তির আবেদন
ব্যারেটো আশা রাখেন যে আইএসলে ATK মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল কিংবা অন্য কোনও নামেও যদি ইস্টবেঙ্গল আসে তাহলেও তা লিগের জন্য অনেক।
এক সময়ের মোহনবাগানের প্রাণ ব্যারেটো ATK মোহনবাগানের জার্সি না বদলানোকেও সাধুবাদ জানিয়েছেন এবং তিনি মনে করেন নামের আগে ATK যোগ হওয়া সমর্থকদের উপর কোনও প্রভাব ফেলবে না।