নজরদারিতে গৃহবন্দি থাকতে হবে রোনাল্ডিনহোকে, ধোপে টিকল না মুক্তির আবেদন

প্যারাগুয়েতে একটা বই প্রোমোশন করতে গিয়ে সঠিক নথি দেখাতে না পারায় গ্রেফতার হয়েছিলেন এই দুজন।

Edited By: সোমনাথ মিত্র | Updated By: Jul 12, 2020, 05:09 PM IST
নজরদারিতে গৃহবন্দি থাকতে হবে রোনাল্ডিনহোকে, ধোপে টিকল না মুক্তির আবেদন
ছবি-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: খারিজ হয়ে গেল মুক্তির আবেদন। নজরদারির মধ্যেই গৃহবন্দি হয়ে থাকতে হবে রোনাল্ডিনহোকে। বিশ্বখ্যাত ফুটবলার রোনাল্ডিনহো ও তাঁর ভাই রবার্টোকে গত ৪ মার্চ ভুয়ো পাসপোর্ট ব্যবহার করে প্যারাগুয়ে যাওয়ার অপরাধে গ্রেফতার হতে হয়। তবে এপ্রিল মাসে অবশ্য তাঁদের  প্রায় ভারতীয় মুদ্রায় ১২ কোটির বেশি টাকা দিয়ে জামিনে পালমারোগা হোটেলে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন: এবার ICC-র প্রেসিডেন্ট? জবাব নিজেই দিলেন 'মহারাজ'

কিন্তু এবার আবেদন মঞ্জুর না হওয়ায় নজরবন্দিই থাকতে হবে তাঁদের। তবে রোনাল্ডিনহো ও তাঁর ভাই অবশ্য ভুল করেছেন বলে মেনে নিতে রাজি নন। প্যারাগুয়েতে একটা বই প্রোমোশন করতে গিয়ে সঠিক নথি দেখাতে না পারায় গ্রেফতার হয়েছিলেন এই দুজন। এমনটাই খবর মিলেছে সেখানকার স্থানীয় সংবাদমাধ্যম মারফত।

রোনাল্ডিনহোর ফুটবল ক্যারিয়ার ঝকঝকে। ব্রাজিলের এই প্রাক্তন ফুটবলার ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিলেন। দুবার ফিফা বিশ্ব সেরা ফুটবলারও হয়েছেন। খেলেছেন বার্সালোনা, পিএসজির মতো তাবড় তাবড় ক্লাবে।

.