নিজস্ব প্রতিবেদন: দলের একাধিক ফুটবলার ও সাপোর্ট স্টাফ করোনাক্রান্ত হওয়ায় এএফসি কাপ (AFC Cup 2021) খেলতে মলদ্বীপ যেতে পারেনি এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এমনকী এটিকেএমবি-র এই সিদ্ধান্তের পর এশিয়ান ফুটবল ফেডারেশনও (এএফসি ) মলদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের কথা বলে মলদ্বীপে টুর্নামেন্ট স্থগিত রেখেছিল। ফের টুর্নামেন্ট চালু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। জানা যাচ্ছে যে, হাবাসের টিমের গ্রুপ-ডি র ম্যাচগুলি পিছিয়ে অগাস্টে করা হতে পারে। পাশাপাশি এমনটাও শোনা যাচ্ছে যে, সুবজ-মেরুন বাহিনী খাস কলকাতাতেও খেলতে পারে গ্রুপের ম্যাচগুলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: পাঁচ বছরের চুক্তিতে ATKMB তে দেশের এক নম্বর গোলকিপার Amrinder Singh


মোহনাবাগানের দুই ফুটবলার প্রবীর দাস ও শেখ সাহিল ছাড়াও দলের এক কোচিং স্টাফও করোনাক্রান্ত হয়েছিলেন সেই সময়। ফলে গঙ্গাপারের শতাব্দী প্রাচীব ক্লাব এএফসি-কে চিঠি দিয়েই জানিয়ে দিয়েছিল যে, তাদের পক্ষে মলদ্বীপে গিয়ে খেলা সম্ভব নয়। অন্যদিকে মোহনবাগান এবার এএফসি কাপে আরও শক্তিশালী হয়েই দল নামাতে পারবে। গতকালই তারা মুম্বই সিটি এফসি থেকে অমরিন্দর সিংকে নিয়ে এসেছে দলে। এই মুহূর্তে দেশের এক নম্বর গোলকিপার আগের মরসুমে মুম্বইকে আইএসএল চ্যাম্পিয়ন করিয়েছেন। পঞ্জাবের গোলকিপার জানিয়েছেন যে, তিনি মোহনবাগানের হয়েও সব ট্রফি জিততে চান।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)