নিজস্ব প্রতিনিধি : ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের প্রায় দ্বোরগোড়ায় তাঁর দল। সিরিজে আপাতত তাঁরা ২-১ এ পিছিয়ে। সিডনি টেস্টের যা অবস্থা, অলৌকিক কিছু না ঘটলে তাঁদের জেতার আশা কম। ফলে অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস লিখে ফেরার সমূহ সম্ভাবনা কোহলি অ্যান্ড কোংয়ের সামনে। এদিকে, পরিস্থিতি তাঁর প্রতিকূলে। এমন সময় সাংবাদিক সম্মেলনে তাঁকে যে বোমা-গুলির সামনে পড়তে হতই! অজি মিডিয়া তাঁকে ছেড়ে কথা বলবে না। অজি অধিনায়ক টিম পাইন নিজেও সে কথা জানতেন হয়তো। কিন্তু সাংবাদিক সম্মেলনের মাঝে এমন কিছু ঘটতে পারে, তা হয়তো তিনি আন্দাজ করতে পারেননি। ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা এর আগে কখনও ঘটেছে কিনা বলা মুশকিল। সাংবাদিক বৈঠকের মাঝপথে বেজে উঠল অজি অধিনায়ক টিম পেনের মোবাইল। তিনি ফোন রিসিভ করলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  এই না হলে ক্যাপ্টেন! আজ ম্যাচ শুরুর আগে পন্থকে নিজে হাতে প্রস্তুত করেছিলেন কোহলি


সিরিজের শেষ টেস্টে ৬২২ রানে প্রথম ইনিংস ডিক্লেয়ার করেছে ভারত। ফলে বিশাল রানের বোঝা মাথায় নিয়ে আপাতত ভয়ঙ্কর চাপে অস্ট্রেলিয়া। এমন কঠিন পরিস্থিতিতে পেনের সিরিয়াস থাকার কথা। কিন্তু তিনি ছিলেন হালকা মেজাজেই। সাংবাদিক বৈঠকের মাঝে সুযোগ পেয়ে মজা করে নিলেন অজি ক্যাপ্টেন। সাংবাদিক সম্মেলনে বসার সময় পাশে ফোন রেখেছিলেন তিনি। হঠাত্ই বেজে উঠল ফোন। পেন বিরক্ত হলেন না। ফোন রিসিভ করলেন। রীতিমতো মজা করে ফোনের উল্টোদিকে থাকা ব্যক্তির সঙ্গে কথাও বললেন। অজি ক্যাপ্টেনের কথোপকথন ছিল এরকম-


''টিম পাইন বলছি... কে বলছেন? আপনি?


দুঃখিত আমি চিনতে পারছি না। কে বলছেন? হংকং থেকে কেসি?''


ওহ্ মার্টিন, আচ্ছা আচ্ছা। ও এখন সাংবাদিক সম্মেলনের মাঝখানে রয়েছে, এটা হয়ে গেলে আমি ওকে তোমায় কল ব্যাক করতে বলি?''


চিন্তা নেই, আমি ওকে মেল চেক করে নিতে বলব।''



এর পর একগাল হেসে আবার সাংবাদিক সম্মেলন শুরু করেন পাইন। তার পর অজি সাংবাদিকদের একের পর বোমা সামলান।