মেলবোর্নে হার, জরিমানার সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে পয়েন্ট কাটা গেল অজিদের
ম্যাচ রেফারি ডেভিড বুন (ICC match referee David Boon) জানিয়েছেন মেলবোর্নে (Melbourne) নির্ধারিত সময়ের মধ্যে দু ওভার পিছিয়ে ছিল টিম পেইনের দল।
নিজস্ব প্রতিবেদন: মেলবোর্নে (Melbourne) বক্সিং ডে টেস্টে ভারতের কাছে ৮ উইকেটে হার। এরপর যেন মরার উপর খাঁড়ার ঘা অস্ট্রেলিয়া শিবিরে। স্লো ওভার রেটের কারণে জরিমানা একই সঙ্গে ICC টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে পয়েন্ট কাটা গেল অস্ট্রেলিয়ার।
ম্যাচ রেফারি ডেভিড বুন (ICC match referee David Boon) জানিয়েছেন মেলবোর্নে (Melbourne) নির্ধারিত সময়ের মধ্যে দু ওভার পিছিয়ে ছিল টিম পেইনের দল। আর তাই ম্যাচ ফি-র ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে অস্ট্রেলিয়া দলকে। একই সঙ্গে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ (World Test Championship) থেকে চার পয়েন্ট কাটা গেল অস্ট্রেলিয়ার।
আরও পড়ুন- মেলবোর্নে ৫ উইকেট, অস্ট্রেলিয়ায় অভিষেকেই এলিট ক্লাবে Mohammed Siraj
আইসিসি-র নিয়ম অনুযায়ী, প্রতি ওভারের জন্য ২০ শতাংশ জরিমানা আর ২ পয়েন্ট করে কাটা যাবে। পেনাল্টির জন্য পয়েন্ট কাটা যাওয়ার পর অস্ট্রেলিয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (World Test Championship) এখন ৩২২ পয়েন্ট। টিম ইন্ডিয়ার পয়েন্ট ৩৯০। কিন্তু শতাংশ হিসেবে ভারতের ওপরে রয়েছে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন - বিরল নজির! মেলবোর্নে মুরলীকে টপকে গেলেন Ashwin